শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৮, ০১:১০ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৮, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না

রফিক আহমেদ : নাগরিক ঐক্যের আহবায়ক ও যুক্তফ্রন্ট জোটের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। শুক্রবার এক সাক্ষাৎকারে মান্না এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমি আশংকা করছি সুপ্রিম কোর্টের রায় যদি বেগম খালেদা জিয়ার বিপক্ষে যায়- তা হলে তিনি তো নির্বাচনে অযোগ্য হয়ে যাবেন। বিশেষভাবে একটা নতুন পরিস্থিতি তৈরি হবে। এখনই তাই চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।

যুক্তফ্রন্ট জোটের নেতা বলেন, দেশে বাস্তবিক পক্ষে কোন উন্নয়ন হচ্ছে না। উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে, এটা একটা প্রতারণামূলক। আমরা টেস্ট পরীক্ষায় পাশ করেছি, ফাইনাল পরীক্ষা হবে ৬ বছর পরে। যে তিনটি শর্তের উপর ভিত্তি করে এ গ্রেজ্যুয়েশন হয় চূড়ান্তভাবে ২০২৪ সালে নির্ণয় হবে। প্রয়োজনে আরো ৩ বছর গ্রেজ দেওয়া হবে। এই জন্য এখন জাতিসংঘের ওয়েব সাইডে বাংলাদেশ এলডিসি হিসেবে পরিচিত আছে। এ সরকার এটা নিয়ে একটা রাজনৈতিক ফানুস তৈরি করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মূল বিরোধীদলকে জেলে রেখে যেসব নির্বাচনী সভা করে বেড়াচ্ছেন তাতে তিনি এটাই বলতে যাচ্ছেন যে, তার সরকার দেশের অনেক উন্নতি করেছে এবং উন্নয়নের ধারা ধরে রাখতে তাকেই আবার ভোট দেওয়ার উচিত। এই উন্নয়নের শ্লোগান এক তরফা নির্বাচন বৈধ করার ধান্ধা মাত্র। অতএব যেভাবে আপনারা প্রশ্ন করেছেন সেইভাবেই এ উন্নয়নের সঙ্গে কেবল স্বৈরতন্ত্রেরই সম্পর্ক আছে, গণতন্ত্রের নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়