মাহাদী আহমেদ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে হেলিকপ্টারের ডানার আঘাতে এক নাবিকের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার পেন্ডেলটনে মার্কিন নৌবাহিনীর একটি ঘাটিতে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনাটির পরপরই আহত সেই নাবিককে চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসারত অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, তাদের স্ক্রিপস লা জোলা মেডিক্যাল ফ্যাসিলিটিতে হেলিকপ্টার দূর্ঘটনায় গুরুতর আহত এক নৌ সদস্যকে বুধবার চিকিৎসার জন্য আনা হয়েছিলো। শনিবার চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তবে ঠিক কিভাবে এই দূর্ঘটনাটি ঘটলো তা এখনও নিশ্চত করা যায়নি। এ দূর্ঘটনাটি নিয়ে বর্তমানে তদন্ত চলছে। ফক্স নিউজ