স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের রাউন্ড অব ৩২ এর ফিরতি লেগ শুরু হয়েছে গত বৃহস্পতিবার রাতে। এই লেগে মুখোমুখি হয় স্পেনের ক্লাব অ্যাথলেটিক বিলবাও ও রাশিয়ার ক্লাব স্পার্টাক মস্কো। ম্যাচের আগে সমর্থকদের মধ্যে দাঙ্গায় একজন নিহত হয়েছে।
বিলবাও এর মাঠ সান মামেসে ম্যাচটি শুরু হওয়ার আগেই রাশিয়ান ও স্পেনের ক্লাবের সমর্থকদের মধ্যে দাঙ্গা লেগে যায়। এক গ্রুপ অন্য গ্রুপের দিকে আগুন ও আতশবাজি ছুড়ে মারতে থাকে। হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ শতাধিক পুলিশ অফিসার মাঠে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের সময় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুই পক্ষের সংঘর্ষের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। বাইরে সংঘর্ষ চললেও ভেতরে চলতে থাকে ম্যাচ। স্পার্টাক মস্কো ২-১ গোলে হারায় বিলবাওকে। কিন্তু আগের লেগে ৩-১ ব্যবধানে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে শেষ ষোলোতে যায় বিলবাও।
পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিলবাও পুলিশ, ‘দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী আমাদের বন্ধু ও সহকর্মীর মৃত্যুকে শোক প্রকাশ করছি।’ ক্লাবের পক্ষ থেকে পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে টুইট করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ও শোক প্রকাশ করেছেন। উয়েফা এ সংঘর্ষের বিষয়ে নিন্দা জানিয়েছে।