শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৩ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় বোমা অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি শক্তিশালী বোমা ও ৫টি ধারালো হাসুয়া।

গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার কয়া গ্রামের হোসেন আলী (২৭), চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের লাভলু (৩২), দামুড়হুদা উপজেলার ওসমানপুর গ্রামের সেলিম (২৫) ও একই উপজেলার কালিয়াবকরী গ্রামের আব্দুস সামাদ (৩৩)।

পুলিশ জানায়, হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠে বেশ কয়েকজন লোক অস্ত্র-সশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।এমন গোপন সংবাদ পেয়ে রাতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই মাঠে অভিযান শুরু করে। এ সময় পুলিশ দেখে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি শক্তিশালী তাজা বোমা ও ৫টি ধারালো হাসুয়া।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও জেলার একাধিক সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর আটককৃতদের জেলা গোয়েন্দা পুলিশের দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়