শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৩ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় বোমা অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি শক্তিশালী বোমা ও ৫টি ধারালো হাসুয়া।

গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার কয়া গ্রামের হোসেন আলী (২৭), চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের লাভলু (৩২), দামুড়হুদা উপজেলার ওসমানপুর গ্রামের সেলিম (২৫) ও একই উপজেলার কালিয়াবকরী গ্রামের আব্দুস সামাদ (৩৩)।

পুলিশ জানায়, হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠে বেশ কয়েকজন লোক অস্ত্র-সশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।এমন গোপন সংবাদ পেয়ে রাতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই মাঠে অভিযান শুরু করে। এ সময় পুলিশ দেখে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি শক্তিশালী তাজা বোমা ও ৫টি ধারালো হাসুয়া।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও জেলার একাধিক সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর আটককৃতদের জেলা গোয়েন্দা পুলিশের দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়