শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:১৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্যাটগুরু অ্যাওয়ার্ডে টেস্টের ধারাবাহিক ব্যাটসম্যান মুশফিক

স্পোর্টস ডেস্ক: ক্রিকইনফোর বর্ষসেরা অ্যাওয়ার্ডের তালিকায় বাংলাদেশি কারও নাম নেই! তবে আশাহত হওয়ার কারণও নেই। ক্রিকইনফোর স্ট্যাটগুরু অ্যাওয়ার্ডে রয়েছে মুশফিকুর রহিমের নাম। গত বছর টেস্টের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ হলেও সাদা পোশাকের এই ফরম্যাটে সবচেয়ে বেশি ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম।

মূলত গত বছরের পরিসংখ্যানের ভিত্তিতে এই স্ট্যাটগুরু অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করা হয়ে থাকে। নানা তত্ত্ব-উপাত্ত বাছাই করেই স্থান পেয়েছেন মুশফিক। গত বছর ১৬ ইনিংসে মুশফিক ৫৪.৭১ গড়ে রান তুলেছেন ৭৬৬। এই সময়ে মাত্র একবারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। আর ২০ রানের আগে আউট হয়েছেন মাত্র দুবার, ১০ ইনিংসে ২৫ পার করেছেন। ধারাবাহিকতায় এরপরেই রয়েছেন স্মিথ।

তবে বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নাম কুঁড়িয়েছেন স্টিভেন স্মিথ। ৭৬.৭৬ গড়ে রান তুলেছেন ১ হাজার ৩০৫ রান। এরচেয়ে বেশি আর কেউ রান তুলতে পারেনি গত বছর।

এদিকে সব ফরম্যটে আলো ছড়িয়ে বর্ষসেরা ব্যাটসম্যানের তকমা পেয়েছেন বিরাট কোহলি। টেস্টে তার গড় ছিল ৬১.৩৮, ওয়ানডেতে ৭৬.১৬ ও টি-টোয়েন্টিতে ৪৯.৮১। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়