শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইংল্যান্ড। কিউইদের দুই রানে হারিয়েছে ইংলিশরা। তবে, ইংল্যান্ড জিতলেও ফাইনালে উঠতে পারেনি। নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

রবিবার হ্যামিলটনের সিডনি পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংল্যান্ডের দেয়া ১৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯২ রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন গাপটিল। ২১ বলে ৫৭ রান করেন মুনরো। ৩৭ রান করে অপরাজিত থাকেন চ্যাপম্যান। ইংল্যান্ডের পক্ষে টম কুরান, আদিল রশীদ, লিয়াম ডসন ও মালান ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৪ রান করে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক মরগ্যান ৪৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। ৩৬ বল খেলে ৫৩ রান করেন মালান। ১৩ বল খেলে ২১ রান করেন জ্যাসন রয়। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩টি, টিম সাউদি ২টি, কলিন ডি গ্র্যান্ডহোম ১টি ও ইশ সোধি ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ হন ইয়ন মরগ্যান।

সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ইনিংস: ১৯৪/৭ (২০ ওভার)
নিউজিল্যান্ড ইনিংস: ১৯২/৪ (২০ ওভার)

  • সর্বশেষ
  • জনপ্রিয়