শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরে দেশে উৎপাদন হতে পারে ৬ হাজার মেট্রিক টন মধু

মতিনুজ্জামান মিটু : চলতি বছরে দেশে উৎপাদন হতে পারে ৬ হাজার মেট্রিক টন মধু। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পের পিডি খন্দকার আলিমুজ্জামান বলেন, দেশে মধু উৎপাদন হয়েছিল ২০১৫ সালে ১৬০০ মেট্রিক টন, ২০১৬ সালে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ও ২০১৭ সালে ৫ হাজার মেট্রিক টন। চলতি ২০১৮ সালে ৬ হাজার মেট্রিক টন মধু উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। উন্নত প্রযুক্তি প্রয়োগ, মৌচাষির সংখ্যা আরও বাড়ানোসহ সব সুযোগ কাজে লাগিয়ে দেশে এক লাখ মেট্রিক টন মধু উৎপাদন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন প্রকল্পের শস্য উৎপাদন বিশেষজ্ঞ কৃষিবিদ মো. রাজু আহমেদ বলেন, দেশে মধুর সঙ্গে সঙ্গে ফসলের উৎপাদন বৃদ্ধিরও লোভনীয় সুযোগ রয়েছে। ফসলের জমিতে মৌ চাষ বাক্স বসিয়ে সহজেই এই সুযোগকে কাজে লাগানো যায়। বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ফসলের মাঠে মৌমাছির বিচরণ ফুলের বাড়তি পরাগায়নে কৃষিজ, ফলদ ও বনজ গাছ-পালার ফলন ও গুণগতমান বৃদ্ধিসহ জীব বৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এতে ফসলের ফলন ১৫ থেকে ২০ ভাগ বেড়ে থাকে। অধিকাংশ কৃষকের এ বিষয়ে স্বচ্ছ ধারণা নেই। এক সময় কৃষকরা মনে করত মৌমাছি খেতে বিচরণ করে ফসলের রস খেয়ে ফলন কমিয়ে দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণসহ নানা কর্মকান্ডে ফসলের মাঠের কৃষকের এ ধারণা বর্তমানে বদলে গেছে। কৃষকরা এখন বুঝেছে ফসলের মাঠে মৌচাষ করলে ফলন কমেনা বরং অনেকগুণ বেড়ে যায়। এতে জমির মালিক ও মৌচাষি উভয়ই লাভবান হয়।

কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রায় ৭ লাখ হেক্টর জমির সরিষা, কালিজিরা, ধনিয়া ও তিল এবং লিচু গাছ থেকে মধু আহরণ করা হচ্ছে। শরিয়তপুরের ভেদেরগঞ্জ ও জাজিরাসহ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে বর্তমানে ধনিয়া ও কালোজিরা থেকে প্রচুর পরিমাণ মধু আহরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়