শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো পদ্ধতিতেই প্রশ্ন ফাঁস ঠেকানো যাচ্ছে না : শিক্ষা সচিব

সারোয়ার  জাহান: কোনো পদ্ধতিতেই প্রশ্ন ফাঁস ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, ‘এমন কোনো পদ্ধতি নেই, যা আমরা প্রয়োগ করি নাই। কিন্তু কোনো পদ্ধতিতেই প্রশ্ন ফাঁস রোধ করা যাচ্ছে না। বিদ্যমান পদ্ধতিতে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব হবে বলে আমার মনে হয় না।’

সকালে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি রুল জারি করে। এ রুলের বিষয়ে সরকারের পদক্ষেপ জানাতে চাইলে শিক্ষা সচিব বলেন, ‘হাইকোর্ট একটি আদেশ দিয়েছে শুনেছি। আদেশের কপি এখনো হাতে পাইনি। আদেশ পেলেই ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষা সচিব বলেন, ‘প্রশ্নপত্র তৈরি করা থেকে বিতরণ পর্যন্ত বিভিন্ন স্তরে প্রায় ৩০ হাজার কর্মকর্তা-কর্মচারী যুক্ত রয়েছে। এর মধ্যে যেকোনো একজন যদি অসৎ কাজ করে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে আমাদের গোটা প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বিশাল এ কর্মযজ্ঞের মধ্যে কোথাও না কোথাও একটু ব্যত্যয় হচ্ছে।’

শিক্ষা সচিব বলেন, ‘আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে আমরা একটি নতুন পদ্ধতি চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছি। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আশা করি, আগামী বছর থেকে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। অনেকে স্বীকারও করছে।’

গত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরপর প্রতিটি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিলেছে।

 

-এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়