মরিয়ম চম্পা: পূর্ণাঙ্গ গণতান্ত্রিক’ দেশের তালিকায় নেই মার্কিন যুক্তরাষ্ট্র এমনটিই দাবি করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। বৈশ্বিক গণতন্ত্র সূচক ২০১৭ এর পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশের তালিকায় স্থান পায় নি আমেরিকা। পূর্ণাঙ্গ গণতান্ত্রিক নয় এই তালিকায় ঠাঁই পেয়েছে ইউরোপের আরও ১৯টি দেশ।
গতকাল বুধবার লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট সূচকটি প্রকাশ করেছে। ১৬৭টি দেশ নিয়ে তৈরি হওয়া সূচকটির তালিকায় আবারও শীর্ষস্থানটি দখল করেছে সাবেক কিং কান্ট্রি নরওয়ে। আর মাত্র ১.০৮ স্কোর নিয়ে সূচকের একদম সর্বনিন্ম স্থানে অবস্থান করছে উত্তর কোরিয়া।
ইআইইউ সূচকে দাবি করা হয়, বিশ্বের মাত্র ৪ দশমিক ৫ শতাংশ মানুষ পুরোপুরি গণতান্ত্রিক অধিকার উপভোগ করে। প্রায় ৫৭টি দেশে ‘অসঙ্গতিপূর্ণ গণতন্ত্র’ বলে দাবি করায় হয় সূচকটিতে। যেখানে বাকস্বাধীনতা নেই। দক্ষিণ কোরিয়া, হংকং ও ফ্রান্সের মতো দেশ এই তালিকায় রয়েছে।
সার্বিক গণতন্ত্রের অবস্থা পর্যালোচনা করে দেশগুলোকে স্কোর দেওয়া হয়েছে যার সর্বোচ্চ স্কোর ১০। এর মধ্যে যাদের স্কোর ৮ তাদেরকে পূর্ণ গণতান্ত্রিক দেশ বলে বিবেচনা করা হয়। যেখানে মুরুব্বি কান্ট্রি যুক্তরাষ্ট্রের পয়েন্ট মাত্র ৭ দশমিক ৯৮।
গবেষণা সূচকের সম্পাদক হোয়ে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প যদি ‘অবিশ্বাস’ অবস্থান থেকে পুরোপুরি বের হতেন এবং তারা গণতান্ত্রিক দেশ এমন প্রচার বন্ধ করলে তাদের সূচক হয়তো বৃদ্ধি পেতে পারতো। উল্লেখিত দেশগুলোর বাকস্বাধীনতা এখন হুমকির মুখে। গণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী এই দেশগুলো মানহানি, সন্ত্রাস প্রতিরোধ, ধর্মনিরেপক্ষতার নামে বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে। সিএনবিসি