সারোয়ার জাহান: রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, বিএনপি এখন কার পরিস্থিতিতে কৌশল ঠিক করতে গিয়ে উভয় সংকটে পড়েছে।
বুধবার সন্ধ্যায় বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণার দিন ঠিক করেছে বিশেষ জজ আদালত।
এদিকে, বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নাশকতা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও বিএনপির ৫৩ নেতা কর্মীকে রিমান্ডে পাঠানো হয়েছে। আর এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এখন যে রাজনীতি হচ্ছে তা একেবারে নির্বাচন কেন্দ্রীক। সরকারি দল চাইছে বিএনপিকে কোনঠাসা করতে। বিএনপির জন্য এটা একটা উভয় সংকটের ব্যাপার হয়েছে। কারণ বিএনপির সামনে আন্দোলন করতে হবে। কিন্তু আন্দোলনে গেলে যদি সেটা সহিংশতার দিকে যায় তা হলে সেটি বিএনপির জন্য একটা খারাপ প্রভাব পরবে।
তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে বিএনপি এখন পুরোপুরি ঘটনা প্রবাহের দিকে নির্ভর করবে। কিন্তু এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে সেটা হলো বিএনপির আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের দলের নেতা কর্মীদের নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ করছি। প্রতিবাদের পথ বন্ধ করে দিচ্ছে সরকারি দল, রাস্তায় নামাও যায় না। এমন কি আমাদের মামলা পরিচালনার উকিলদের গ্রেফতার করা হেচ্ছ। বাড়িতে রেড দেয়া হয়। তারা নিজেরাই সমস্যা তৈরি করে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।