সান্দ্রা নন্দিনী: শিক্ষাচুক্তির মধ্য দিয়ে চীন সফর শুরু করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনদিনের চীন সফরের প্রথমদিনই এ চুক্তির কথা ঘোষণা দেন মে। নতুন এ শিক্ষাচুক্তির আওতায়, ২০২০ সাল দু’দেশের মধ্যে গণিত শিক্ষক বিনিময় এবং চীনে ইংরেজি ভাষা শিক্ষা প্রচার কর্মসূচি হিসেবে প্রায় ২শ’ ইংরেজি শিক্ষক চীন সফরের কথা রয়েছে। এছাড়া, চুক্তিতে আরও উল্লেখিত রয়েছে, চীন ও যুক্তরাজ্যের প্রাক-বিদ্যালয় শিক্ষকদের যৌথপ্রশিক্ষণ এবং চীনে ‘ইংলিশ ইজ গ্রেট’ ক্যাম্পেইনের আয়োজন করা।
প্রসঙ্গত, বিশ্লেষকেরা মনে করছেন, ব্রেক্সিটের ধাক্কা কাটিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা বাড়ানোই মে’র চীন সফরের মূল উদ্দেশ্য। তার এ সফরের মধ্যদিয়ে ব্রিটিশ-চীন সম্পর্কের স্বর্ণযুগ সৃষ্টি হবে বলে দাবি করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী। তবে একইসাথে থেরেসা মে চীনকে মুক্ত ও সুষ্ঠু বাণিজ্যচর্চার পরামর্শ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, মে তার এই সফরে শিক্ষা-বাণিজ্য ছাড়াও উত্তর কোরিয়া, জলবায়ু পরিবর্তন এবং হংকংয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন। বিবিসি