প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তুলে নিয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অনিন্দ্য ইসলাম অমিতকে রাজধানীর শান্তিনগরের বাসভবন থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছেন।
তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আজ বুধবার সকাল পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাতে গ্রেফতারকৃত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের চরম প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার। কারণ সাংগঠনিক দক্ষতা ও দলের সব কর্মসূচি বাস্তবায়নে তৎপরতার জন্যই অমিত সরকারের টার্গেটে পরিণত হয়েছে। সজ্জন, অমায়িক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের সর্বনাশা চণ্ডনীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর হওয়ার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’
অনিন্দ্য ইসলাম অমিতকে বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উঠিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, ‘অমিতের অবস্থান নিশ্চিতকরণ এবং অবিলম্বে তাঁর পরিবারের নিকট হাজির করার জোর দাবি জানাচ্ছি।’
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার রাতে বলেন, অনিন্দ্য ইসলাম অমিতকে রাত ১২টার দিকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দলকে অবহিত করা হয়েছে।