শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির অনিন্দ্যকেও তুলে নেওয়ার অভিযোগ!

প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তুলে নিয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অনিন্দ্য ইসলাম অমিতকে রাজধানীর শান্তিনগরের বাসভবন থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছেন।

তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আজ বুধবার সকাল পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাতে গ্রেফতারকৃত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের চরম প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার। কারণ সাংগঠনিক দক্ষতা ও দলের সব কর্মসূচি বাস্তবায়নে তৎপরতার জন্যই অমিত সরকারের টার্গেটে পরিণত হয়েছে। সজ্জন, অমায়িক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের সর্বনাশা চণ্ডনীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর হওয়ার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’

অনিন্দ্য ইসলাম অমিতকে বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উঠিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, ‘অমিতের অবস্থান নিশ্চিতকরণ এবং অবিলম্বে তাঁর পরিবারের নিকট হাজির করার জোর দাবি জানাচ্ছি।’

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার রাতে বলেন, অনিন্দ্য ইসলাম অমিতকে রাত ১২টার দিকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দলকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়