ডেস্ক রিপোর্ট : ৩০ জানুয়ারি ঢাকার অদূরে গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বাৎসরিক বনভোজন । এতে থাকছে নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নাচে-গানের অংশ নেবেন একঝাঁক চলচ্চিত্র তারকা। থাকবে ফুটবল খেলাও। বিশেষ করে পরিকল্পনা করা হচ্ছে নায়ক বনাম ভিলেনদের মধ্যে একটি ফুটবল ম্যাচ আয়োজনের।
শিল্পী সমিতির বনভোজনের সার্বিক তদারকি করছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, ‘প্রতি বছর শিল্পী সমিতি বনভোজন আয়োজন করে। তবে এবারে বিশাল আয়োজন করা হয়েছে। সবাই মিলে প্রচুর হৈ চৈ করবো। সারা বছরের প্রাণশক্তি সঞ্চয় করে নেবো। এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লাঠি খেলা, ফুটবল খেলা, আতশবাজিসহ নানা চমক থাকবে।’
জাগো নিউজ’র তথ্যমতে, বনভোজনের বিশেষ চমক হিসেবে থাকবে নায়ক-নায়িকা এবং ভিলেনদের মধ্যে ফুটবল খেলা। নায়কদের পক্ষ থেকে কে নেতৃত্ব দেবেন সেটি জানা না গেলেও ভিলেনদের পক্ষে মিশা সওদাগরই অধিনায়কত্ব করবেন বলে শোনা যাচ্ছে।