শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমআরআই মেশিনে যুবকের মৃত্যু

তানভীর রিজভী: ভারতের মুম্বাইয়ে একটি সরকারি হাসপাতালে রাজেশ মারু (৩২) নামক এক যুবক এমআরআই মেশিনে নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় নিহতের এক আত্মীয়ের এমআরআই করার প্রস্তুতি চলছিল। তখনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই ঘরে ঢুকেছিলেন তিনি। কৌতূহলবশত এমআরআই মেশিনের চৌম্বক ক্ষমতা দেখতে গিয়েছিলেন তিনি। আর মেশিনে হাত ঢোকানো মাত্রই তাকে ভেতরে টেনে নেয় অতি শক্তিশালী চুম্বক।

রাজেশের চিৎকারে ছুটে আসেন হাসপাতালের কর্মীরা। মেশিন বন্ধ করে বের করে আনা হয় রক্তাক্ত রাজেশকে। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।খবর এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, এক আত্মীয়কে এমআরআই করাতে নিয়ে গিয়েছিলেন রাজেশ। তার পরিবারের দাবি, শ্বাসকষ্ট হওয়ায় ওই আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে বলা হয়। হাসপাতালের এক ওয়ার্ড বয় ওই সিলিন্ডার আনতে বলে। পরে সিলিন্ডার নিয়ে এমআরআই রুমে ঢুকতে যান রাজেশ। আর তখনই ঘটে দুর্ঘটনা।

শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, এমআরআই রুমে যে কোনও ধাতব বস্তু নিয়ে ঢোকার ক্ষেত্রেই নিষেধাজ্ঞা রয়েছে। এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক থাকার কারণেই এই নির্দেশ। তারপরও কী ভাবে রাজেশকে ওই ঘরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার কথা বলা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এমআরআই রুমের বাইরে কোনও নিরাপত্তারক্ষী বা হাসপাতালের কর্মী ছিলেন না। আর সে জন্য সিলিন্ডার নিয়ে ঘরে ঢোকার সময় রাজেশকে কেউ আটকায়নি।

এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (জোন ৩) বিরেন্দ্র মিশ্র জানান, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যাথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাসপেন্ড করা হয়েছে সেখানে কর্তব্যরত এক চিকিৎসক এবং ওয়ার্ড বয়কে। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়