শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমআরআই মেশিনে যুবকের মৃত্যু

তানভীর রিজভী: ভারতের মুম্বাইয়ে একটি সরকারি হাসপাতালে রাজেশ মারু (৩২) নামক এক যুবক এমআরআই মেশিনে নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় নিহতের এক আত্মীয়ের এমআরআই করার প্রস্তুতি চলছিল। তখনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই ঘরে ঢুকেছিলেন তিনি। কৌতূহলবশত এমআরআই মেশিনের চৌম্বক ক্ষমতা দেখতে গিয়েছিলেন তিনি। আর মেশিনে হাত ঢোকানো মাত্রই তাকে ভেতরে টেনে নেয় অতি শক্তিশালী চুম্বক।

রাজেশের চিৎকারে ছুটে আসেন হাসপাতালের কর্মীরা। মেশিন বন্ধ করে বের করে আনা হয় রক্তাক্ত রাজেশকে। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।খবর এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, এক আত্মীয়কে এমআরআই করাতে নিয়ে গিয়েছিলেন রাজেশ। তার পরিবারের দাবি, শ্বাসকষ্ট হওয়ায় ওই আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে বলা হয়। হাসপাতালের এক ওয়ার্ড বয় ওই সিলিন্ডার আনতে বলে। পরে সিলিন্ডার নিয়ে এমআরআই রুমে ঢুকতে যান রাজেশ। আর তখনই ঘটে দুর্ঘটনা।

শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, এমআরআই রুমে যে কোনও ধাতব বস্তু নিয়ে ঢোকার ক্ষেত্রেই নিষেধাজ্ঞা রয়েছে। এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক থাকার কারণেই এই নির্দেশ। তারপরও কী ভাবে রাজেশকে ওই ঘরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার কথা বলা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এমআরআই রুমের বাইরে কোনও নিরাপত্তারক্ষী বা হাসপাতালের কর্মী ছিলেন না। আর সে জন্য সিলিন্ডার নিয়ে ঘরে ঢোকার সময় রাজেশকে কেউ আটকায়নি।

এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (জোন ৩) বিরেন্দ্র মিশ্র জানান, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যাথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাসপেন্ড করা হয়েছে সেখানে কর্তব্যরত এক চিকিৎসক এবং ওয়ার্ড বয়কে। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়