শিরোনাম
◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু হয়েছে।

সোমবার সকালে গোদনাইল ধনকুন্ডা ঈদগা মাঠে এর বিতরণ কার্যক্রম শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মজিবুর সাউদ, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান,সাইফুল ইসলাম বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি আধুনিক একটি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আধুনিক ও ডিজিটাল দেশে রুপান্তর করতে চাচ্ছেন। তাই এটা স্মার্ট আইডিকার্ড ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, স্মার্ট জাতীয় পরিচয় পত্রটি ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের একটি পদক্ষেপ। এই কার্ডটি খুবই আধুনিকায়ন করে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই কার্ডটিতে অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে।

একজন সাধারণ নাগরিকের যাবতীয় তথ্য এই কার্ডে যুক্ত থাকবে। এ ছাড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মধ্যে বাংলাদশের নাগরিকগণ ৩২টি সেবা পাবেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়