শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু হয়েছে।

সোমবার সকালে গোদনাইল ধনকুন্ডা ঈদগা মাঠে এর বিতরণ কার্যক্রম শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মজিবুর সাউদ, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান,সাইফুল ইসলাম বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি আধুনিক একটি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আধুনিক ও ডিজিটাল দেশে রুপান্তর করতে চাচ্ছেন। তাই এটা স্মার্ট আইডিকার্ড ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, স্মার্ট জাতীয় পরিচয় পত্রটি ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের একটি পদক্ষেপ। এই কার্ডটি খুবই আধুনিকায়ন করে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই কার্ডটিতে অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে।

একজন সাধারণ নাগরিকের যাবতীয় তথ্য এই কার্ডে যুক্ত থাকবে। এ ছাড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মধ্যে বাংলাদশের নাগরিকগণ ৩২টি সেবা পাবেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়