শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি হ্যাকারদের কবলে দিল্লি ইউনিভার্সিটির ওয়েবসাইট

আশিষ গুপ্ত, নয়াদিল্লি :  বাংলাদেশি হ্যাকারদের কবলে দিল্লি ইউনিভার্সিটির ওয়েবসাইট। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওয়েবসাইটে হ্যাকার হানা হয়। হ্যাকাররা ওয়ার্নিং দিয়ে মেসেজ পাঠান যে, ওয়েবসাইটটি সুরক্ষিত নয়। প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিজেদের পরিচয় লিখে দেয় বাংলাদেশি হ্যাকাররা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার দমন শাখা। কী ভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওয়েবসাইট খুললেই নজরে আসছিল হ্যাকারদের ওই বার্তা। অ্যাডমিনদের উদ্দেশে সেখানে লেখা হয়েছে, ‘তোমাদের সিস্টেম এখন আর সুরক্ষিত নয়। দ্রুত মেরামত কর। না হলে আমরা আবার এখানে ঢুকে পড়ব। আমরা বাংলাদেশি।’

এর পরই এই বিষয়ে পুলিশে খবর দেওয়া হয়। যদিও হ্যাকাররা কোনও তথ্য চুরি করতে পারেনি বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এমনকী, ওয়েবসাইটটির কোনও ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। পাশাপাশি, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে দাবি করা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং পুলিশের তরফে।

গত বছরের এপ্রিলে দেশের বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট পাক হ্যাকারদের কবলে পড়ে। সেই তালিকায় ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি দিল্লি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়