শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি হ্যাকারদের কবলে দিল্লি ইউনিভার্সিটির ওয়েবসাইট

আশিষ গুপ্ত, নয়াদিল্লি :  বাংলাদেশি হ্যাকারদের কবলে দিল্লি ইউনিভার্সিটির ওয়েবসাইট। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওয়েবসাইটে হ্যাকার হানা হয়। হ্যাকাররা ওয়ার্নিং দিয়ে মেসেজ পাঠান যে, ওয়েবসাইটটি সুরক্ষিত নয়। প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিজেদের পরিচয় লিখে দেয় বাংলাদেশি হ্যাকাররা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার দমন শাখা। কী ভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওয়েবসাইট খুললেই নজরে আসছিল হ্যাকারদের ওই বার্তা। অ্যাডমিনদের উদ্দেশে সেখানে লেখা হয়েছে, ‘তোমাদের সিস্টেম এখন আর সুরক্ষিত নয়। দ্রুত মেরামত কর। না হলে আমরা আবার এখানে ঢুকে পড়ব। আমরা বাংলাদেশি।’

এর পরই এই বিষয়ে পুলিশে খবর দেওয়া হয়। যদিও হ্যাকাররা কোনও তথ্য চুরি করতে পারেনি বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এমনকী, ওয়েবসাইটটির কোনও ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। পাশাপাশি, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে দাবি করা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং পুলিশের তরফে।

গত বছরের এপ্রিলে দেশের বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট পাক হ্যাকারদের কবলে পড়ে। সেই তালিকায় ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি দিল্লি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়