শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ১০ স্বর্ণবারসহ যাত্রী আটক

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৫ লাখ টাকা সমমূল্যের ১ হাজার ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় আটক করা হয়েছে মোহাম্মাদ আবু তাহের নামের এক যাত্রীকে।তিনি দুটি মোবাইল ফোনসেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে স্বর্ণের বারগুলো নিয়ে এসেছেন।

শনিবার দুপুরের দিকে ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আটক যাত্রীর নাম মোহাম্মাদ আবু তাহের। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। কিন্তু বোর্ডিং পাশ অনুযায়ী ওই যাত্রীর নাম মোহাম্মাদ আব্দুর রহিম। বোর্ডিং পাশ নম্বর ৯৯৭৫৩১২১২৪৮৫১সি১। তিনি বেলা সোয়া ১২টার দিকে বিজি-১২২ নম্বর ফ্লাইটে করে চট্রগ্রাম থেকে ঢাকায় পৌছান। ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন সেটের (হুয়াই ব্রান্ড) ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ হাজার ১৬০ গ্রাম। আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা।

মইনুল জানান, বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে, আকাশপথে মাস্কাট থেকে আগত কোন যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়