স্পোর্টস ডেস্ক: ব্রিস্টলে নাইটক্লাবে অনাকাক্সিক্ষত ঘটনার পর থেকেই সময়টা খারাপ যাচ্ছিল ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে ইংল্যান্ডের স্কোয়াড থেকে বাদ পড়েন। ঐ ঘটনায় তার বিরুদ্ধে ‘শান্তিভঙ্গের’ অভিযোগও এনেছে পুলিশ। যার ফলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে কোর্টে হাজিরা দিতে হবে তাকে। এরই মাঝে পেয়ে গেলেন খুশির খবর।
শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম দিনেই রাজস্থান ধরে নিলো ইংলিশ ‘ব্যাড বয়’ স্টোকসকে। এবারের আইপিএলের নিলামের প্রথম দিনে ১২ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে ২৬ বছর বয়সী এ অল রাউন্ডারকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
এর মধ্যে দিয়ে নিলামের প্রথম পর্বের সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড়ে পরিণত হলেন স্টোকস। গত মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন স্টোকস। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এ আসরে ফিরে আসা রাজস্থান রয়্যালস নিলামের আগে একমাত্র স্মিথকেই ধরে রেখেছিল। এর ফলে এ মৌসুমেও একই দলের হয়ে খেলবেন স্টোকস ও স্মিথ। এবারের মৌসুমে স্টোকস স্মিথের চেয়ে আনুমানিক ৫১ লক্ষ রুপি বেশি আয় করবেন।
তবে স্টোকসকে পেতে নিলামে নিজেদের মধ্যে দারুণ লড়াই করেছিল কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু সবার শেষে এসে সর্বোচ্চ দামে দুর্দান্ত এ অল রাউন্ডারকে দলে নিয়েছে রাজস্থান রয়ালস।
গত মৌসুমের নিলামে আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন এ ইংলিশ তারকা। টুর্নামেন্টের দশম আসরের নিলামে রাইজিং পুনে সুপারজায়ান্টস তাকে প্রায় সাড়ে ১৪ কোটি রুপিতে কিনে নিয়েছিল।