শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যারি নাসারের যৌন কেলেংকারী: জিমন্যাস্টিক বোর্ডকে পদত্যাগের আহবান

আব্দুর রাজ্জাক: আমেরিকান জিমন্যাস্টি বোর্ড (ইউএসএজি) এর দলীয় ডাক্তার ল্যারি নাসারের যৌন কেলেংকারীর দায়ে পুরো বোর্ডকে পদত্যাগের আহবান জানিয়েছে আমেরিকান অলিম্পিক কমিটি (ইউএসওসি)। তারা এই বিতর্কিত বোর্ডকে পদত্যাগের জন্য ৩১জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

অলিম্পিক কমিটির প্রধান স্কট ব্লাকম্যান এক বিবৃতিতে জানায়, ইউএসএজি এর ১৮ সদস্যের পুরো কমিটি ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগ না করলে তাদের পদগুলো শূন্য ঘোষণা করা হবে। এছাড়াও অন্য বোর্ডগুলোকে জরুরী বার্তা দিতে তিনি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জিমন্যাস্টিক বোর্ডকে পদত্যাগের জন্য ৬দিন সময় বেঁধে দেয়া হয়েছে এবং আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন কমিটি গঠন করার কথা বলা হয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের হাউজ অব কমার্স এন্ড এনার্জি কমিটি ঘোষণা দেয় যে, তারা নাসারের মামলাকে কেন্দ্র করে বোর্ডগুলোর যৌন কেলেংকারি তদন্তে একটি কমিটি গঠন করেছে।

উল্লেখ্য, ৫৪ বছর বয়সী ল্যারি নাসারকে অন্তত ১৬০ জন নারি অ্যাথলেটকে যৌন হয়রানির অভিযোগে ৪০-১৭৫ বছরের সাজা দেয়া হয়েছে। তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটি (এমএসইউ) তে ১৯৯৭-২০১৬ সাল পর্যন্ত জাতীয় মেডিকেল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন। এমএসইউ’তে থাকা অবস্থায়ই তিনি ১৯৯৬-২০১৪ সাল পর্যন্ত জিমন্যাস্টিক বোর্ডের ডাক্তার হিসেবেও দায়িত্ব পালন করেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়