শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যারি নাসারের যৌন কেলেংকারী: জিমন্যাস্টিক বোর্ডকে পদত্যাগের আহবান

আব্দুর রাজ্জাক: আমেরিকান জিমন্যাস্টি বোর্ড (ইউএসএজি) এর দলীয় ডাক্তার ল্যারি নাসারের যৌন কেলেংকারীর দায়ে পুরো বোর্ডকে পদত্যাগের আহবান জানিয়েছে আমেরিকান অলিম্পিক কমিটি (ইউএসওসি)। তারা এই বিতর্কিত বোর্ডকে পদত্যাগের জন্য ৩১জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

অলিম্পিক কমিটির প্রধান স্কট ব্লাকম্যান এক বিবৃতিতে জানায়, ইউএসএজি এর ১৮ সদস্যের পুরো কমিটি ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগ না করলে তাদের পদগুলো শূন্য ঘোষণা করা হবে। এছাড়াও অন্য বোর্ডগুলোকে জরুরী বার্তা দিতে তিনি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জিমন্যাস্টিক বোর্ডকে পদত্যাগের জন্য ৬দিন সময় বেঁধে দেয়া হয়েছে এবং আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন কমিটি গঠন করার কথা বলা হয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের হাউজ অব কমার্স এন্ড এনার্জি কমিটি ঘোষণা দেয় যে, তারা নাসারের মামলাকে কেন্দ্র করে বোর্ডগুলোর যৌন কেলেংকারি তদন্তে একটি কমিটি গঠন করেছে।

উল্লেখ্য, ৫৪ বছর বয়সী ল্যারি নাসারকে অন্তত ১৬০ জন নারি অ্যাথলেটকে যৌন হয়রানির অভিযোগে ৪০-১৭৫ বছরের সাজা দেয়া হয়েছে। তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটি (এমএসইউ) তে ১৯৯৭-২০১৬ সাল পর্যন্ত জাতীয় মেডিকেল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন। এমএসইউ’তে থাকা অবস্থায়ই তিনি ১৯৯৬-২০১৪ সাল পর্যন্ত জিমন্যাস্টিক বোর্ডের ডাক্তার হিসেবেও দায়িত্ব পালন করেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়