নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। পাশাপাশি হাজার হাজারে লোক গিয়ে বর্ডার পাহারা দিতে হবে। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রে হাজার হাজার লোক পাঠাবে, আমার দৈনিন্দন আগ্রাসনের শিকার হতে থাকব, এটা মেনে নেয়া যায় না।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতিগত নিধন: প্রসঙ্গ রোহিঙ্গা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করেছে, তাতে আন্তর্জাতিক মানবাধিকার সনদ পুরোপুরি লঙ্ঘিত হয়েছে। আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণের মত ভূমি দখল হয়ে যাচ্ছে। আরও লোকজন আসছে এটাকে কেন বন্ধ করা যাচ্ছে না? এটা রুখতে আন্তর্জাতিক কোর্টে যাওয়া দরকার।
তিনি বলেন, রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রেখে মানুষ হিসেবে তাদের প্রাপ্য সব অধিকার দেয়া সম্ভব না। তাদের স্থায়ীভাবে রাখতে গেলে তাদের মানবাধিকার রক্ষা হবে না।
জাতিগত নিধন চালিয়ে মিয়ানমার আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করে প্রবীণ এই আইনজীবী বলেন, ইচ্ছার বিরুদ্ধে ঠেলে আরেক রাষ্ট্রে পাঠিয়ে দেয়ার মত এমন গুরুতর অপরাধের নজির আর পাওয়া যাবে না। যেখানে জাতিসংঘ সনদ আছে, জনগণের মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তখন এ ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে!
গতবছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরুর পর প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।গোষেশোলসোললকরা