জান্নাতুল ফেরদৌসী: প্রথমবারের মতো একটি আদিবাসী নৃত্য দলের সঙ্গে এক হয়ে কাজ করছে ওয়েস্ট অস্ট্রেলিয়ান ব্যালে। ছায়াপথ সৃষ্টির ঐতিহ্যবাহী ইয়লগনু গল্প নিয়ে একসাথে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করছে তারা। নাচ প্রেমীরা এ নৃত্য পরিবেশনা দেখতে পারবেন পার্থের কুয়্যারি অ্যাম্ফিথিয়েটারে ফেব্রুয়ারিতে।
ক্লাসিক্যাল ব্যালে আর আদিবাসী নৃত্য পুরো ভিন্ন দুটি জগতের শিল্পের রূপ। তবে শিল্পের এই দুই মাধ্যমের ভিন্নতা না খুঁজে মিলগুলো খোঁজার কাজই করছেন আয়োজকরা।
৫ বছর আগে উত্তরাঞ্চলের আদিবাসী নাচের দল দেখতে আমন্ত্রণ জানানো হয় স্ক্যানেলাকে। তখন থেকেই গ্যারির দলের সঙ্গে কাজ করার কথা ভাবছিলেন স্ক্যানেলা।
এতে নৃত্য জগতের ভেতরে-বাইরে সব ধরণের ভ্রান্ত ধারণা দূর হবে বলে আশা আয়োজকদের। সূত্র: ইনডিপেনডেন্ট অনলাইন