বিনোদন প্রতিবেদক : সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল ২৬ জানুয়ারি থেকেই
দেশজুড়ে প্রদর্শিত হচ্ছে জিৎ-ফারিয়া জুটির তৃতীয় ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের চম্পা, শহিদুল আলম সাচ্চু, চিকন আলী এবং কলকাতার অনির্বাণ ভট্টাচার্য।
আমদানি নীতিমালায় বাংলাদেশের ৮১ সিনেমাটিহলে একযোগে প্রদর্শিত হচ্ছে ছবিটি। আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবুদল আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিৎ-ফারিয়া ছাড়াও ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি আমদানির পরিবর্তে ভারতে রপ্তানি করা হয়েছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।