শিরোনাম
◈ অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে ◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই ◈ ইসিতে আপিল শুনানি: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন ◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠা‌বে না বি‌সি‌বি, সিদ্ধান্ত পাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১১:০২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: পাঁচ ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছিল পাকিস্তানের ব্যাটসম্যানেরা। অবশেষে খোলস থেকে যেন বের হলেন তারা। নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ঝলক দেখিয়ে ৪৯ রানের জয় নিয়ে কিউই সফরে প্রথম সফলতার মুখ দেখলো সরফরাজ বাহিনী। একই সাথে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের উত্তেজনা বাঁচিয়ে রাখলো সরফরাজের দল।

অকল্যান্ডে পাকিস্তানের দেয়া ২০২ রানের বড় স্কোর তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ১৫৩ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। দ্রুত রান তোলার চাপে থাকা কিউইরা দ্রুত পাক পেসারদের উইকেট বিলিয়ে দিয়ে আসে।

মারটিন গাপটিলের ২৬ রান ছাড়া টপ অর্ডারের কেউই পাক বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। প্রথম দশ ওভারেই উপরের সারির ছয় ব্যাটসম্যানকে হারিয়ে বসে কিউইরা। শেষের দিকে সেন্টনার ও হুইলার ত্রিশ ঊর্ধ্ব ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমায়।

ফাহিম আশরাফ ৩টি, মোহাম্মদ আমির ও শাদাব খান ২টি কওে উইকেট নেন। এর আগে ইডেন পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ছন্দময় ব্যাটিং পাকিস্তানকে ২০১ রানের বড় পুঁজি এনে দেয়।

ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম ও দলনায়ক সরফরাজ চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন। ওপেনার শেহজাদ কিছুটা দেখেশুনে খেললেও বাকীরা খেলেছেন ১৭০ স্ট্রাইক রেটে। এদের মধ্যে ফখর ও বাবর ফিফটির দেখা পান। নিউজিল্যান্ডের হয়ে রেঞ্চ, হুইলার ও ডি গ্র্যান্ডহম উইকেটের দেখা পান। ফখর জামান ম্যাচ সেরা হন।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা আছে। আগামী ২৮ জানুয়ারি রোববার মাউন্ট মাউঙ্গুইতে শেষ ম্যাচ খেলতে নামবে দুদল।ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়