শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:১৩ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে ৩০ লাখ মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

সারোয়ার জাহান: বর্তমানে দেশের আদালতগুলোতে প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন আছে। এ মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগ ও সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিয়েছে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩৮তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ আধুনিকীকরণের লক্ষ্যে সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের ৬৪টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির ভবন নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ২০টি জেলায় নবনির্মিত ভবনে বিচারিক কাজ চলছে। জেলা জজ আদালতগুলো পর্যায়ক্রমে ঊর্ধ্বমুখী সস্প্রসারণ করা হচ্ছে। সরকার ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণের মাধ্যমে বিচার বিভাগের যুগান্তকারী পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে।

আনিসুল হক বলেন, সরকার বিচারকদের বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে আনছে। পাঁচ শতাধিক বিচারককে অষ্ট্রেলিয়া থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হবে। ১৫ জন বিচারকের একটি ব্যাচ জাপান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছেন এবং ক্রমান্বয়ে অন্যান্য বিচারকদেরকেও জাপানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ১৫০০ বিচারক ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

তিনি বলেন, দেশে-বিদেশে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিচারকরা অধিকতর দক্ষ হবেন। এতে বিচারিক সেবার মান উন্নত হবে।

উন্নত নৈতিকমান বজায় রেখে আন্তরিকতার সাথে বিচারকার্য পরিচালনার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়