শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:১৩ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় পোষাক কারখানায় আগুন, লাখ টাকার ক্ষতি

নুরুল আমিন হাসান : রাজধানীর উত্তরায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। এতে মেশিন ও কাপড় পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিক মালিক পক্ষ।

উত্তরার আব্দুল্লাহপুরের মেনিলা কর্পোরেশন নামের একটি পোশাক কারখানায় সোমবার সকালে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

গার্মেন্টসের মালিক মিজানুর রহমান বলেন, 'সকাল ৭টার দিকে গার্মেন্টসে এসে দেখেন ধোঁয়া বের হতে দেখি। পরে কিছুক্ষণের মধ্যে আগুন তীব্র আকারে জ্বলে উঠে। এতে দ্বিতীয় ও তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়।'

উত্তরা ফায়ার স্টেশনের কর্তব্যরত এক কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়ায় ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলা এবং পাশের বিল্ডিং রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

কারখানার অনুমোদন নেই উল্লেখ করে তিনি আরো বলেন, আগুন লেগে যাওয়া কারখানার কোনো প্রকার অনুমোদন নেই। এছাড়াও ফায়ার লাইসেন্স বা ইন্স্যুরেন্স নেই। এভাবে গার্মেন্টস পরিচালনা অন্যায় বলেও জানান ফায়ার স্টেশনের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়