শিরোনাম
◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি ◈ “আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ২ লাখ টাকায় মামুন হত্যার চুক্তি” ◈ সাবেক এমপি-মন্ত্রীদের দামি ৩১ গাড়ি নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৯ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মনবাড়িয়ায় মুক্তিপনের টাকাসহ অপহরণকারি আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মনবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে শফিকুল ইসলাম (৩০) নামক এক প্রবাসীকে অপহরণ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রবিবার সদর থানায় অপহরণ মামলা হয়েছে। পুলিশ অপহরণের ঘটনায় জড়িত থাকায় রেজাউল করিম রানাকে মুক্তিপনের ২০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে।

মামলার আসামীরা হলেন, আটকৃত রেজাউল করিম রানা (২৬), অন্যরা হলেন, অনিক পাল (২৬), শান্ত (২৩), পাভেল (২৫)। ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে অপহরন মামলাটি দায়ের করেন।

জানা যায়, সফিকুল ইসলাম ২০ জানুয়ারী হেঁটে শহরের কাউতলীর যাবার সময় অপহরনকারীরা প্রথমে ১টি মোটর সাইকেল নিয়ে ৩ জন তার গতিরোধ করে। ডিবির লোক পরিচয় দিয়ে উর্দ্ধতন কর্মকর্তা নির্দেশে তাকে গ্রেফতার করতে এসেছি। এরই মধ্যে অন্য একজন মটরসাইকেল নিয়ে সে নিজেকে ডিবি অফিসার বলে পরিচয় প্রদান করে। পরবর্তীতে তারা শহরের অবকাশের বিপরীতে একটি অজ্ঞাত স্থানে (পরিত্যক্ত রুমে) নিয়ে অস্ত্র আছে বলে অনিক পাল তাকে বেধম মারধর করে। তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা রেজাউল করিম রানা নিয়া যায়। জানে বাঁচতে চাইলে তাদের আরো ৫ লক্ষ টাকা মুক্তিপন দিতে বলে। মুক্তিপনের টাকা জন্য তার চাচাতো ভাই মনিরকে টাকা জোগাড় করে আসামীদের প্রদত্ত বিকাশ নাম্বারে অথবা সরাসরি পৌঁছে দিতে বলে। অথবা মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপন বাবদ ২ লক্ষ টাকা কাজী পাড়া ঈদগাহ মাঠে আনতে বলে। ঘটনাটি সাক্ষী মনিরুল ইসলামের সন্দেহ হলে মনিরুল ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে জানালে তিনি থানা থেকে পুলিশ পাঠিয়ে মুক্তিপনের টাকা নিতে আসা আসামী রেজাউল করিম রানাকে টাকা গ্রহন করার সময় হাতে নাতে ধরে ফেলে। এ সময় তার ভাইকে অপহ্নত শফিকুল ইসলাম কে উদ্ধার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে মামলার আসামী অন্য অপহরণকারিরা দৌঁড়ে পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়