আব্দুর রাজ্জাক: ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পেরুতে তার ৪ দিনের সফরে তৃতীয় দিন অতিবাহিত করেন। সেখানে এক সমাবেশে পেরুবাসীদের আশাবাদী হওয়ার আহবান জানান।
তিনি দেশটির উত্তরে সমুদ্র উপকূলীয় শহর হোয়ানচাকোতে জনগণের উদ্দেশে দেয়া এক বক্তব্যে বলেন, ‘বৈচিত্র্যময় আবহাওয়ার দেশ পেরুর মানুষের আশাহত হওয়ার কোন কারণই নেই। তাদের প্রকৃতি ও আবহাওয়ার সাথে লড়াই করেই বাঁচতে হবে।’
হোয়ানচাকো পেরুর উত্তরাঞ্চলীয় সমুদ্র উপকূলবর্তী শহর যেখানে মাত্র কিছু দিন আগেই ভয়াবহ বন্যায় ১৬২ জন মানুষ প্রাণ হারায় এবং প্রায় দশ হাজার মানুষ গৃহহীন হয়। বন্যায় সৃষ্ট ভূমি ধসের কারণে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি, ২০১৮ পোপ ফ্রান্সিস ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পেরু সফরে যান। গত বছরের বন্যায় পেরুর গড় উৎপাদনের হার প্রায় ২ শতাংশ কমে যায় এবং দেশটির পুনর্গঠনের ব্যয় ধরা হয় প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার। রয়টার্স