শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে শান্তি চুক্তি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

হ্যাপি আক্তার: বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর সোনারগাও হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে আধিবাসী কেন্দ্র উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ২০ বছর এই অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। এরা আর বঞ্চিত হতে পারে না, অবহেলায় থাকতে পারেন না। চট্টগ্রামের মানুষ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার। ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, সারা বিশ্বে অনেক দেশে শান্তি চুক্তি হয়েছে কিন্তু আত্মসমর্পন হয়নি। বাংলাদেশই হয়তো প্রথম দেশ, যে দেশে শান্তি চুক্তি হওয়ার পর অাত্মসমর্পন করে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা ১৯৯৭ সালের ডিসেম্বরের ২ তারিখে শান্তি চুক্তি করি এবং ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারিতে খাগড়াছড়ির স্টেডিয়ামে অাত্মসমর্পন অনুষ্ঠান করা হয়। সেখানে শান্তি বাহিনীর প্রায় ১৮’শ সদস্য অস্ত্র জমা দেয়।

এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে আধিবাসী কেন্দ্র উদ্বোধন করেন।

সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়