শিরোনাম
◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে শান্তি চুক্তি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

হ্যাপি আক্তার: বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর সোনারগাও হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে আধিবাসী কেন্দ্র উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ২০ বছর এই অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। এরা আর বঞ্চিত হতে পারে না, অবহেলায় থাকতে পারেন না। চট্টগ্রামের মানুষ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার। ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, সারা বিশ্বে অনেক দেশে শান্তি চুক্তি হয়েছে কিন্তু আত্মসমর্পন হয়নি। বাংলাদেশই হয়তো প্রথম দেশ, যে দেশে শান্তি চুক্তি হওয়ার পর অাত্মসমর্পন করে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা ১৯৯৭ সালের ডিসেম্বরের ২ তারিখে শান্তি চুক্তি করি এবং ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারিতে খাগড়াছড়ির স্টেডিয়ামে অাত্মসমর্পন অনুষ্ঠান করা হয়। সেখানে শান্তি বাহিনীর প্রায় ১৮’শ সদস্য অস্ত্র জমা দেয়।

এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে আধিবাসী কেন্দ্র উদ্বোধন করেন।

সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়