শিরোনাম
◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে শান্তি চুক্তি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

হ্যাপি আক্তার: বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর সোনারগাও হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে আধিবাসী কেন্দ্র উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ২০ বছর এই অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। এরা আর বঞ্চিত হতে পারে না, অবহেলায় থাকতে পারেন না। চট্টগ্রামের মানুষ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার। ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, সারা বিশ্বে অনেক দেশে শান্তি চুক্তি হয়েছে কিন্তু আত্মসমর্পন হয়নি। বাংলাদেশই হয়তো প্রথম দেশ, যে দেশে শান্তি চুক্তি হওয়ার পর অাত্মসমর্পন করে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা ১৯৯৭ সালের ডিসেম্বরের ২ তারিখে শান্তি চুক্তি করি এবং ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারিতে খাগড়াছড়ির স্টেডিয়ামে অাত্মসমর্পন অনুষ্ঠান করা হয়। সেখানে শান্তি বাহিনীর প্রায় ১৮’শ সদস্য অস্ত্র জমা দেয়।

এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাইয়ে আধিবাসী কেন্দ্র উদ্বোধন করেন।

সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়