শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের হটলাইনে অভিযোগের প্রতিকার মিলছে না, আস্থা কমছে

জুয়াইরিয়া ফৌজিয়া : দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে অভিযোগ করে কোনো প্রতিকার না পাওয়ায় এতে মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ শুরুতে ১০ হাজার অভিযোগ আসলেও এখন তা নেমে এসেছে ১০০ তে।

গত বছরের ২৭ জুলাই দুর্নীতির অভিযোগ জানাতে দুদক চালু করে ‘ওয়ান জিরো সিক্স’। সেখানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনো ফোন থেকে অভিযোগ জানানো যাবে। গত ৬ মাসে অভিযোগ এসেছিল প্রায় সাড়ে ৫ লাখ। এরমধ্যে মাত্র ২৫টির অনুসন্ধান করছে দুদক কমিশন। যার মধ্যে মামলা হয়েছে ৬টি এবং গ্রেফতার হয়েছে ৭ জন।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ আমলে না নেয়ায় আগ্রহ কমে গেছে জনসাধারণের। আর এই কারণেই অভিযোগ করে কোনো প্রতিকার না হওয়ায় দুর্নীতির পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়া দুর্নীতি আইন সম্পর্কে অভিযোগ কেন্দ্রের অনেক কর্মকর্তাদের স্পষ্ট ধারণাও নেই।

দুর্নীতি দমন কমিশনের সচিব শামসুল আরেফিন বলেন, অভিযোগ কেন্দ্রকে কার্যকর করতে কর্মকর্তাদের প্রশিক্ষণসহ আরও সব বিষয়ে তদারকির করা হচ্ছে। প্রতিদিন ৪টি শিফটে ২০ জন কর্মকর্তা কাজ করেন দুদকের এই অভিযোগ কেন্দ্রে।

সূত্র : ইন্ডিপেনডেন্ট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়