শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের হটলাইনে অভিযোগের প্রতিকার মিলছে না, আস্থা কমছে

জুয়াইরিয়া ফৌজিয়া : দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে অভিযোগ করে কোনো প্রতিকার না পাওয়ায় এতে মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ শুরুতে ১০ হাজার অভিযোগ আসলেও এখন তা নেমে এসেছে ১০০ তে।

গত বছরের ২৭ জুলাই দুর্নীতির অভিযোগ জানাতে দুদক চালু করে ‘ওয়ান জিরো সিক্স’। সেখানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনো ফোন থেকে অভিযোগ জানানো যাবে। গত ৬ মাসে অভিযোগ এসেছিল প্রায় সাড়ে ৫ লাখ। এরমধ্যে মাত্র ২৫টির অনুসন্ধান করছে দুদক কমিশন। যার মধ্যে মামলা হয়েছে ৬টি এবং গ্রেফতার হয়েছে ৭ জন।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ আমলে না নেয়ায় আগ্রহ কমে গেছে জনসাধারণের। আর এই কারণেই অভিযোগ করে কোনো প্রতিকার না হওয়ায় দুর্নীতির পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়া দুর্নীতি আইন সম্পর্কে অভিযোগ কেন্দ্রের অনেক কর্মকর্তাদের স্পষ্ট ধারণাও নেই।

দুর্নীতি দমন কমিশনের সচিব শামসুল আরেফিন বলেন, অভিযোগ কেন্দ্রকে কার্যকর করতে কর্মকর্তাদের প্রশিক্ষণসহ আরও সব বিষয়ে তদারকির করা হচ্ছে। প্রতিদিন ৪টি শিফটে ২০ জন কর্মকর্তা কাজ করেন দুদকের এই অভিযোগ কেন্দ্রে।

সূত্র : ইন্ডিপেনডেন্ট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়