শিরোনাম
◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের হটলাইনে অভিযোগের প্রতিকার মিলছে না, আস্থা কমছে

জুয়াইরিয়া ফৌজিয়া : দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে অভিযোগ করে কোনো প্রতিকার না পাওয়ায় এতে মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ শুরুতে ১০ হাজার অভিযোগ আসলেও এখন তা নেমে এসেছে ১০০ তে।

গত বছরের ২৭ জুলাই দুর্নীতির অভিযোগ জানাতে দুদক চালু করে ‘ওয়ান জিরো সিক্স’। সেখানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনো ফোন থেকে অভিযোগ জানানো যাবে। গত ৬ মাসে অভিযোগ এসেছিল প্রায় সাড়ে ৫ লাখ। এরমধ্যে মাত্র ২৫টির অনুসন্ধান করছে দুদক কমিশন। যার মধ্যে মামলা হয়েছে ৬টি এবং গ্রেফতার হয়েছে ৭ জন।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ আমলে না নেয়ায় আগ্রহ কমে গেছে জনসাধারণের। আর এই কারণেই অভিযোগ করে কোনো প্রতিকার না হওয়ায় দুর্নীতির পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়া দুর্নীতি আইন সম্পর্কে অভিযোগ কেন্দ্রের অনেক কর্মকর্তাদের স্পষ্ট ধারণাও নেই।

দুর্নীতি দমন কমিশনের সচিব শামসুল আরেফিন বলেন, অভিযোগ কেন্দ্রকে কার্যকর করতে কর্মকর্তাদের প্রশিক্ষণসহ আরও সব বিষয়ে তদারকির করা হচ্ছে। প্রতিদিন ৪টি শিফটে ২০ জন কর্মকর্তা কাজ করেন দুদকের এই অভিযোগ কেন্দ্রে।

সূত্র : ইন্ডিপেনডেন্ট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়