শিরোনাম
◈ বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি,রফতানি বন্ধ ◈ বাংলাদেশের ক্রিকেটার‌দের প্রতি সহমর্মিতা জানালেন স্কটল‌্যা‌ন্ডের কোচ, বিশ্বকাপ দল ঘোষণা ◈ লোহিত সাগরে মিশরকে কৌশলগতভাবে ঘিরে ফেলছে ইসরা‌য়েল? ◈ দি‌ল্লি শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ বাজাতে দিলো কেন?  ◈ গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?  ◈ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথম ভিডিও বার্তা, যা বললেন ◈ বিশ্বকাপ বর্জন কর‌বে না পা‌কিস্তান, খেল‌বে না শুধু ভারতের বিরু‌দ্ধে! ◈ ভারত থেকে স‌্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক‌্যাপ ফেরালো অস্ট্রেলিয়া ◈ বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিতে ব্যয় বেড়েছে হাজার কোটি টাকা, করণীয় কী ◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের হটলাইনে অভিযোগের প্রতিকার মিলছে না, আস্থা কমছে

জুয়াইরিয়া ফৌজিয়া : দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে অভিযোগ করে কোনো প্রতিকার না পাওয়ায় এতে মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ শুরুতে ১০ হাজার অভিযোগ আসলেও এখন তা নেমে এসেছে ১০০ তে।

গত বছরের ২৭ জুলাই দুর্নীতির অভিযোগ জানাতে দুদক চালু করে ‘ওয়ান জিরো সিক্স’। সেখানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনো ফোন থেকে অভিযোগ জানানো যাবে। গত ৬ মাসে অভিযোগ এসেছিল প্রায় সাড়ে ৫ লাখ। এরমধ্যে মাত্র ২৫টির অনুসন্ধান করছে দুদক কমিশন। যার মধ্যে মামলা হয়েছে ৬টি এবং গ্রেফতার হয়েছে ৭ জন।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ আমলে না নেয়ায় আগ্রহ কমে গেছে জনসাধারণের। আর এই কারণেই অভিযোগ করে কোনো প্রতিকার না হওয়ায় দুর্নীতির পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়া দুর্নীতি আইন সম্পর্কে অভিযোগ কেন্দ্রের অনেক কর্মকর্তাদের স্পষ্ট ধারণাও নেই।

দুর্নীতি দমন কমিশনের সচিব শামসুল আরেফিন বলেন, অভিযোগ কেন্দ্রকে কার্যকর করতে কর্মকর্তাদের প্রশিক্ষণসহ আরও সব বিষয়ে তদারকির করা হচ্ছে। প্রতিদিন ৪টি শিফটে ২০ জন কর্মকর্তা কাজ করেন দুদকের এই অভিযোগ কেন্দ্রে।

সূত্র : ইন্ডিপেনডেন্ট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়