আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত ইসহাক আলী হাবিবি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের কারণে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয়েছে। এ অবস্থায় কাবুলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই সহজতর হয়।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানি কূটনীতিক এসব কথা বলেছেন। আফগানিস্তানের সঙ্গে প্রতিবেশী মধ্য এশিয়ার দেশগুলোর সম্পর্ক এবং শান্তি ও নিরাপত্তার সংযোগ বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইসহাক হাবিবি বলেন, "মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের ফলে আফগানিস্তান আগের চেয়ে মোটেই বেশি নিরাপদ হয় নি। বাস্তবতা হচ্ছে- আফগানিস্তানে আগ্রাসন কিংবা আমাদের অঞ্চলে কোনো সামরিক অভিযান নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বাস করে, আফগানিস্তানকে শত্রুতার ক্ষেত্র না বানিয়ে আন্তর্জাতিক সহযোগিতার স্থান বানানো উচিত। তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই সফল করা সম্ভব।
- পার্সটুডে।