শিরোনাম
◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ‘বন্দুকযুদ্ধ’ ৪ জন নিহত

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার নোঙরপুর ও ঝিকরগাছার চাপাতলায় শনিবার পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, চার লাশের নাম-পরিচয় জানা যায়নি। লাশগুলো যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এর আগে ২০১৭ সালে যশোরের কেশবপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহতের দাবি করেছিল পুলিশ। উপজেলার চাররাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছিল।

নিহত ব্যক্তির নাম ইউনুস হোসেন (৪০)। তাঁর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

অপরদিকে,২০১৫ সালেও যশোরের মনিরামপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছিলেন।

আবু সাঈদ ও বজলুর রহমান নামে এ দুজনের বাড়ি মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে।

মনিরামপুর থানার ওসি মোল্লা খবির উদ্দিন জানিয়েছিল, মামলার ভিত্তিতে জামায়াত কর্মী সাঈদ ও বজলুকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে রাত তিনটায় মনিরামপুর উপজেলার বেগারিতলায় গেলে তাদেরকে ছাড়িয়ে নিতে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের প্রতি গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা ধরে এই যুদ্ধ চলে। ওই সময় তারা দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদেরকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনিরামপুর থানার এসআই তাসমিনসহ চারজন পুলিশ আহত হয়। তাদেরকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১২ টি পেট্রলবোমা, নয়টি হাতবোমা, একটি পিস্তল ও তার দুই রাউন্ড গুলি, একটি ওয়ানশুটার গান ও তার দুই রাউন্ড গুলি উদ্ধার করেছিল।

এ দিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল বন্দুকযুদ্ধে নিহতরা জামায়াতের সাথে জড়িত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়