শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রগুহা আবিষ্কার

সান্দ্রা নন্দিনী : মেক্সিকোর পুরাতত্ত্ব বিভাগ পৃথিবীর দীর্ঘতম সমুদ্রগুহার সন্ধান পেয়েছে। ‘গ্রেট মায়া অ্যাক্যুফার প্রজেক্ট’ বা ‘জিএএম’ টিম কয়েকবছর ধরে মেক্সিকোর ইউকুতান উপদ্বীপে অনুসন্ধান চালায়। অবশেষে ‘স্যাক অকতান’ ও ‘দোস ওজোস’ নামের জলগুহা দু’টি অমিলিত অবস্থায় আবিস্কার করে। তাদের এই আবিস্কার বিশ্বের তালিকায় আরেকটি অবিশ্বাস্য পুরাতাত্ত্বিক স্থান যুক্ত করলো। এর মাধ্যমে মায়া সভ্যতার সময়ের নানা কাহিনী ও রীতি-নীতি সম্পর্কে অনেক তথ্য জানা যাবে।
‘স্যাক অকতান’ গুহাটি ‘দোস ওজোস’ গুহার সাথে মিলিত হয়ে দীর্ঘতম জলগুহার সৃষ্টি করেছে। জলগুহার নিয়ম অনুযায়ী বড় গুহাটি ছোটটিকে গ্রাস করে। এ নিয়মের আওতায় পৃথিবীর দীর্ঘতম এ জলগুহাটির নামকরণ হয়েছে তুলনামূলক দীর্ঘ গুহা ‘স্যাক অকতান’র নামে।
দীর্ঘতম এ সমুদ্রগুহাটির দৈর্ঘ্য প্রায় ৩৪৭ কিলোমিটার। আবিস্কারকদের পরবর্তী লক্ষ্য হল, এই সমুদ্রগুহার সাথে স্থানীয় আরও ৩টি জলগুহার মেলবন্ধন ঘটানো এবং গুহাটির জলধারার গুণগতমান ও জীব-বৈচিত্র্য নিয়ে কাজ করা। এছাড়া, সমুদ্রগুহাটির অবস্থান সনাক্তের সুবিধার্থে একটি মানচিত্রও প্রস্তুতের পরিকল্পনা তাদের রয়েছে। সিএনএন
মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলোজি অ্যান্ড হিস্ট্রি বিভাগের পরিচালক ও গবেষক গুলামো দো আনদা বলেন, এই আবিস্কারের সূত্র ধরে আমরা আমেরিকার প্রথম অভিবাসীদের বিষয়ে, বিলুপ্ত জীববৈচিত্র্য এবং বিশেষ করে মায়া সভ্যতা নিয়ে তথ্য-প্রমাণসংগ্রহ করেছি। প্রসঙ্গত, মায়া সভ্যতায় গুহার মাধ্যমে তাদের দেবতাদের যোগাযোগের উল্লেখ রয়েছে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়