শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রগুহা আবিষ্কার

সান্দ্রা নন্দিনী : মেক্সিকোর পুরাতত্ত্ব বিভাগ পৃথিবীর দীর্ঘতম সমুদ্রগুহার সন্ধান পেয়েছে। ‘গ্রেট মায়া অ্যাক্যুফার প্রজেক্ট’ বা ‘জিএএম’ টিম কয়েকবছর ধরে মেক্সিকোর ইউকুতান উপদ্বীপে অনুসন্ধান চালায়। অবশেষে ‘স্যাক অকতান’ ও ‘দোস ওজোস’ নামের জলগুহা দু’টি অমিলিত অবস্থায় আবিস্কার করে। তাদের এই আবিস্কার বিশ্বের তালিকায় আরেকটি অবিশ্বাস্য পুরাতাত্ত্বিক স্থান যুক্ত করলো। এর মাধ্যমে মায়া সভ্যতার সময়ের নানা কাহিনী ও রীতি-নীতি সম্পর্কে অনেক তথ্য জানা যাবে।
‘স্যাক অকতান’ গুহাটি ‘দোস ওজোস’ গুহার সাথে মিলিত হয়ে দীর্ঘতম জলগুহার সৃষ্টি করেছে। জলগুহার নিয়ম অনুযায়ী বড় গুহাটি ছোটটিকে গ্রাস করে। এ নিয়মের আওতায় পৃথিবীর দীর্ঘতম এ জলগুহাটির নামকরণ হয়েছে তুলনামূলক দীর্ঘ গুহা ‘স্যাক অকতান’র নামে।
দীর্ঘতম এ সমুদ্রগুহাটির দৈর্ঘ্য প্রায় ৩৪৭ কিলোমিটার। আবিস্কারকদের পরবর্তী লক্ষ্য হল, এই সমুদ্রগুহার সাথে স্থানীয় আরও ৩টি জলগুহার মেলবন্ধন ঘটানো এবং গুহাটির জলধারার গুণগতমান ও জীব-বৈচিত্র্য নিয়ে কাজ করা। এছাড়া, সমুদ্রগুহাটির অবস্থান সনাক্তের সুবিধার্থে একটি মানচিত্রও প্রস্তুতের পরিকল্পনা তাদের রয়েছে। সিএনএন
মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলোজি অ্যান্ড হিস্ট্রি বিভাগের পরিচালক ও গবেষক গুলামো দো আনদা বলেন, এই আবিস্কারের সূত্র ধরে আমরা আমেরিকার প্রথম অভিবাসীদের বিষয়ে, বিলুপ্ত জীববৈচিত্র্য এবং বিশেষ করে মায়া সভ্যতা নিয়ে তথ্য-প্রমাণসংগ্রহ করেছি। প্রসঙ্গত, মায়া সভ্যতায় গুহার মাধ্যমে তাদের দেবতাদের যোগাযোগের উল্লেখ রয়েছে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়