শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রগুহা আবিষ্কার

সান্দ্রা নন্দিনী : মেক্সিকোর পুরাতত্ত্ব বিভাগ পৃথিবীর দীর্ঘতম সমুদ্রগুহার সন্ধান পেয়েছে। ‘গ্রেট মায়া অ্যাক্যুফার প্রজেক্ট’ বা ‘জিএএম’ টিম কয়েকবছর ধরে মেক্সিকোর ইউকুতান উপদ্বীপে অনুসন্ধান চালায়। অবশেষে ‘স্যাক অকতান’ ও ‘দোস ওজোস’ নামের জলগুহা দু’টি অমিলিত অবস্থায় আবিস্কার করে। তাদের এই আবিস্কার বিশ্বের তালিকায় আরেকটি অবিশ্বাস্য পুরাতাত্ত্বিক স্থান যুক্ত করলো। এর মাধ্যমে মায়া সভ্যতার সময়ের নানা কাহিনী ও রীতি-নীতি সম্পর্কে অনেক তথ্য জানা যাবে।
‘স্যাক অকতান’ গুহাটি ‘দোস ওজোস’ গুহার সাথে মিলিত হয়ে দীর্ঘতম জলগুহার সৃষ্টি করেছে। জলগুহার নিয়ম অনুযায়ী বড় গুহাটি ছোটটিকে গ্রাস করে। এ নিয়মের আওতায় পৃথিবীর দীর্ঘতম এ জলগুহাটির নামকরণ হয়েছে তুলনামূলক দীর্ঘ গুহা ‘স্যাক অকতান’র নামে।
দীর্ঘতম এ সমুদ্রগুহাটির দৈর্ঘ্য প্রায় ৩৪৭ কিলোমিটার। আবিস্কারকদের পরবর্তী লক্ষ্য হল, এই সমুদ্রগুহার সাথে স্থানীয় আরও ৩টি জলগুহার মেলবন্ধন ঘটানো এবং গুহাটির জলধারার গুণগতমান ও জীব-বৈচিত্র্য নিয়ে কাজ করা। এছাড়া, সমুদ্রগুহাটির অবস্থান সনাক্তের সুবিধার্থে একটি মানচিত্রও প্রস্তুতের পরিকল্পনা তাদের রয়েছে। সিএনএন
মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলোজি অ্যান্ড হিস্ট্রি বিভাগের পরিচালক ও গবেষক গুলামো দো আনদা বলেন, এই আবিস্কারের সূত্র ধরে আমরা আমেরিকার প্রথম অভিবাসীদের বিষয়ে, বিলুপ্ত জীববৈচিত্র্য এবং বিশেষ করে মায়া সভ্যতা নিয়ে তথ্য-প্রমাণসংগ্রহ করেছি। প্রসঙ্গত, মায়া সভ্যতায় গুহার মাধ্যমে তাদের দেবতাদের যোগাযোগের উল্লেখ রয়েছে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়