শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুত গতিতে এগিয়ে আসছে বিশাল গ্রহাণু

তানভীর রিজভী : দু’সপ্তাহের মধ্যেই পৃথিবীর উপর আছড়ে পড়তে যাচ্ছে এক বিশালাকার গ্রহাণু৷ এমন বিস্ময়কর তথ্য দিয়েছেন নাসার একদল গবেষক। খবর ডেইলি মেইল।

বিশ্বের সবথেকে বড় নির্মাণ হিসেবে বিবেচনা করা হয় বুর্জ খালিফাকে। গবেষকরা জানান, গ্রহাণুটি পৃথিবীর একদম গা ঘেঁষে যাবে। এই গ্রহাণুটির আকৃতি নাকি বুর্জ খালিফার থেকেও বড়৷ গবেষকরা এর নাম দিয়েছেন নাম ২০০২ এজে ১২৯ তারা আরও জানান, এটি প্রতি ঘন্টায় ১ লক্ষ ৭ হাজার ৮২৬ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷

নর্থ আমেরিকান এক্স-১৫ নামক হাইপারসোনিক জেটবিমানকে বিশ্বের দ্রুততম বিমান হিসেবে বিবেচনা করা হয়।  এই বিমান ঘন্টায় ৭,৩০০ কিলোমিটার বেগে চলে৷ গবেষণাকারী দল ডেইলি মেইলকে জানায়, হাইপারসোনিক জেটবিমান থেকেও এই গ্রহাণু চারগুণ দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

এই গ্রহাণুটি ১.১২ কিলোমিটার চওড়া এবং বুর্জ খালিফার থেকেও লম্বা। আগামী ৪ ফেব্রুয়ারি পৃথিবীর খুব কাছে কাছে চলে আসবে গ্রহাণুটি৷ সেদিনই একেবারে পৃথিবীর গা ঘেষে বেরিয়ে যাবে এটি৷

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান তাদের এক প্রতিবেদনে জানায়, এই গ্রহাণু পৃথিবীর যত কাছে আসবে তত এর তাপমাত্রা কমতে থাকবে৷ বিগত কয়েক বছরে এই ধরণের ঘটনা ক্রমশ বাড়ছে। যার জেরে পৃথিবীতে বেশ কয়েকটি জায়গা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে৷ এমনকি মরভূমিতেও পরিণত হয়েছে পৃথিবীর বেশ কয়েকটি জায়গা৷

সূত্র: দ্য সান, ডেইলি মেইল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়