সারোয়ার জাহান: ভারতের প্রখ্যাত অভিনেত্রী-নির্মাতা অপর্ণা সেন বলেছেন, আমাকে একটা নারীবাদী বানিয়ে দেয়ার চেষ্টা আছে। আমি কিন্তু নারীবাদী নই, আমি মানবতাবাদী। তবুও আমি বলব যে কোনো একটা শিল্পির মধ্যে না একটা অর্ধনারী থাকে।
১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশনিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের কবিরা রবিন্দ্র নার্থ, নজরুল, জীবনানন্দ, এরা সবাই ঢাকার কবি, আমাদের কবি। যে ভাষা আমরা সবাই শেয়ার করি, যে ভাষার জন্য বাংলাদেশ, সেই ভাষাটাইত কমন। সুতরাং এটা আমার একটা প্রিয় জায়গা।
তিনি আরো বলেন, সামনে একটা প্লান আছে, রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ আমি রিমেইক করছি। মর্ডান টাইমস।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় থাকছে অপর্ণা সেন পরিচালিত ‘সোনাটা’ ছবিটি। জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে এটি দেখানো হয়। ছবিতে শাবানা আজমি ও লিলেট দূরের সঙ্গে অভিনয় করেছেন অপর্ণা।