প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির দায়ে খুব শীঘ্রই চীনকে বড় অংকের জরিমানা করার কথা ভাবছেন। রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে এ তথ্য দেন তিনি। ঠিক কোন ধরণের সম্পদের কথা বলছেন তা সরাসরি প্রকাশ না করলেও ১৯৭৪ সালের বাণিজ্য আইন অনুযায়ি চীনের প্রতি এ অভিযোগের বিষয়টি তদন্ত করবে বলে জানান ট্রাম্প।
৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য মার্কিন কংগ্রেসের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে এ বিষয়ে বিস্তারিত বলবেন বলেও রয়টার্সের ওই সাক্ষাতকারে জানান তিনি। এসময় তাকে স্টিল, এ্যালুমিনিয়াম, সৌরচুল্লির প্রসঙ্গে ‘ট্রেড ওয়ার’ কিংবা বাণিজ্য যুদ্ধের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি আশা করছেন এইধরণের কিছু ঘটবেনা, তবে হলে হতেও পারে। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাখতে ভাল রাখতে চায় বলে তিনি জানান।
পিটারসন ইন্সস্টিউসন ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের গবেষক জেফারি স্কট বলেন, ট্রেড এ্যাক্ট ১৯৭৪ এর আওতায় তদন্তে চীনের বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। যদি বেআইনি কিছু তদন্তে ধরা পড়ে তবে চীনা বিনিয়োগ ও পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে।
এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্য সংস্থাগুলো জানায়, চীনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন ‘প্রযুক্তিগত আইডিয়া’ চুরি করে মিলিয়ন ডলার অর্থ আয় করছে। রয়টার্স