মাইকেল : প্রথমবারের মত নারী প্রধানমন্ত্রী পেল রোমানিয়ার জনগণ। প্রধানমন্ত্রী মিহাই তুডোজের আকস্মিক পদত্যাগের পর তার স্থলে দেশটির নেতা হিসেবে মনোনীত হন ভিয়োরিকা ড্যানসিলা। বিবিসির সংবাদ এ খবরটি জানায়।
সরকারি দল স্যোশাল ডেমোক্রেটিক পার্টির (পিএসডি) নেতা লিভিউ দ্রাগনিয়ার মিত্র ড্যানসিলাকে ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য।
দেশটির প্রেসিডেন্ট ক্লাউস লোহানিস জানান, অতিসত্ত্বর সংসদের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে এবং ফেব্রুয়ারির এক তারিখ নতুন সরকার কাজ শুরু করবে।
এ নিয়ে গত সাত মাসে তিনজন প্রধানমন্ত্রীকে পেল রোমানিয়া। ৫৪ বছর বয়সী ডানসিলা তার সর্বশেষ জন। গত বছরের জুন মাস থেকে সরকার পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়ে পিএসডি। যার ফলে কয়েক দফা ক্ষমতার রদবদল ঘটে।
সূত্র : বিবিসি