শিরোনাম
◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারলো না কোহলিরা- এবারও সিরিজ হারলো ভারত

এল আর বাদল : দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ২৫ বছরের হিসাব মেটানো হল না ভারতের। এবারও তাদের দক্ষিণ আফ্রিকা জয়ের স্বপ্ন অধরা থেকে গেলো। ১৯৯২ সালে প্রোটিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলে ভারত। এই দীর্ঘ সময়ে বিচ্ছিন্নভাবে দুটি ম্যাচ জিতলেও সিরিজ জয় ভাগ্যে জোটেনি। এবার কোহলিবাহিনী ২৫ বছরের হিসাব মেটাতে চাইলেও সিরিজ হারের ধারাবাহিকতাই বজায় রাখলো টিম ইন্ডিয়া। ফলে তিন ম্যাচ সিরিজে টানা দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করলো কোহলিরা।
এদিকে অভিষেক টেস্টেই নায়ক বনে গেলেন দণি আফ্রিকার ২১ বছর বয়সী পেসার লুঙ্গি এনগিদি। ভারতকে হারানোর পেছনে মূল ভূমিকাটা রেখেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন সাতটি উইকেট। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ছয়টি উইকেট। সেঞ্চুরিয়ন টেস্টের শেষ ইনিংসে ১২.২ ওভারে ৩৯ রান দিয়ে ছয়টি উইকেট নেন তিনি।

আজ শেষ হয়েছে দণি আফ্রিকা ও ভারতের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ১৩৫ রানে জিতেছে দণি আফ্রিকা। প্রথম ম্যাচে প্রোটিয়ারা জিতেছিল ৭২ রানে। সুতরাং, এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিকরা সিরিজ জয় নিশ্চিত করলো।

গত ১৩ জানুয়ারি শুরু হয় ম্যাচটি। প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দণি আফ্রিকা। প্রথম ইনিংসে তারা ৩৩৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এরপর ভারত তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে অলআউট হয় ৩০৭ রান করে।

২৮ রানের লিডে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে দণি আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তারা ২৫৮ রান সংগ্রহ করে অলআউট হয়। সুতরাং, ভারতের সামনে জয়ের জন্য ল্যমাত্রা দাঁড়ায় ২৮৭ রান। কিন্তু ভারত অলআউট হয়ে যায় ১৫১ রান করে।
সংপ্তি স্কোর : দণি আফ্রিকা - ৩৩৫ ও ২৫৮
ভারত - ৩০৭ ও ১৫১ -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়