শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণ চাঁদাবাজি!

অধ্যাপক আনু মুহাম্মদ : কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে চাল, পেয়াঁজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়। চাল বা পিয়াজের দাম বৃদ্ধি করা হয়, অনেক সময় কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়। সে পণ্যগুলোর দাম আর কমে না। কারণ, যারা এই চাল, পেয়াঁজ বা অন্যান্য পণ্যগুলোর দাম বাড়াচ্ছে, তারা সবাই বিভিন্ন রাজনীতির সাথে জড়িত বা অসাধু ব্যবসায়ি। এই রাজনীতিবিদ ব্যবসায়িরা যখন কোন নিত্যপণ্যের দাম বাড়ায় তখন সে দ্রব্যের দাম কমে না। দাম আরো দ্রুতহারে বৃদ্ধি পাই। এই নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে এটা একটা বড় কারণ হচ্ছে চাঁদাবাজি ।

যারা এই পণ্যগুলো উৎপাদন করে, যেমন চাল, পেয়াঁজ বা অন্যান্য দ্রব্য যখন তারা সেই দ্রব্যগুলো বাজারে বিক্রি করে ব্যবসায়িদের কাছে এবং সেই ব্যবসায়িরা যখন আরেকটি ব্যবসায়ির কাছে বিক্রি করে, এখানে বিক্রি করার সময় কিছু চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজদের চাঁদা দেওয়ার কারণে অনেক সময় দ্রব্যমূল্য বেড়ে যায়। যারা চাঁদাবাজ তারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত, পুলিশ প্রশাসন এর সাথে জড়িত, সরকারি মানুষের সাথে জড়িত থাকে।

এজন্য সরকার এদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে না। এই দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারের যেটি করা দরকার, সেটি সরকার করছে বলে আমার মনে হয় না। সুতরাং বিভিন্ন মিডিয়া পত্রিকার মাধ্যমে দাম কমানোর কথা প্রচার করছে। যে ব্যবসায়িরা এই চাল, পেয়াঁজ বা অন্যান্য দ্রব্যের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিচিতি: অর্থনীতিবিদ
মতামত গ্রহণ: রাশিদুল ইসলাম মাহিন
সমাপাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়