তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: এই দেশ কোন দৃষ্টিতে চেয়েছি, সেই দেশটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। আমাদের এই দেশে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এবং এই বাংলাদেশ সেই দেশ, যেখানে সকল ধর্ম পরস্পরে তাদের সম্প্রীতি ও সহমতের ভিত্তিতে বসবাস করে। কিন্তু আমাদের দূর্ভাগ্য বিভিন্ন সময় অতীতে আমরা দেখেছি যে এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাকে বিচ্ছিন্ন করার জন্য তাকে ধ্বংশ জন্য নানাভাবে কাজ করছে।
মহান মুক্তিযুদ্ধের আর্ন্তজাতিক সংগঠক শান্তির অগ্রদূত পন্ডিত প্রবর মহামান্য ১০ সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ১৬ তম অন্তোষ্ট্রিক্রিয়া বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।
শনিবার লাকসামের বরইগাঁও জ্যোতিপাল মহাথের বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্সে বিহারাধ্যক্ষ কনকস্তুপ বৌদ্ধ বিহারের অধ্যাপক শ্রীমৎ ধর্মরক্ষিত মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক, ওসি আবদুল্লাহ আল মাহফুজ, শ্রীমৎ জিনানন্দ মহাথের, ভিক্ষু সুনন্দপ্রিয়।