খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ১৩ জানুয়ারি শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথির বক্তৃতায় কুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, বিদ্যালয় একজন মানুষের ভবিষ্যতের ভীতকে নির্মাণ করে। এজন্য বিদ্যালয়ের প্রতি সকলের দায়বদ্ধতা থাকে। বিদ্যালয়ের উন্নয়নে সকলে নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, পুরাতন ও নতুন শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য এধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, ভাইস-চ্যায়ারম্যান শামছুর নাহার, ৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান এবং অমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ইসিই বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জলী সুলতানা, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক টি এম ছানাউর রহমান, বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা এবং উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আকবর হোসেন।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর নের্তৃত্বে অতিথিবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। এরপর জাতীয় সংগীতের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, বিদ্যালয়ের পতাকা এবং রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২০১৮ এর পতাকা। পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২০১৮ এর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে মত বিনিময়, অনুভূতি প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান।