শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১০:০১ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর পরামর্শেই বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কায় হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: চুক্তির মেয়াদ শেষ না হতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাথুরুসিংহে। তার পদত্যাগের কারণ নিয়ে গুঞ্জণ থাকলেও অবশেষে জানা গেলো সঠিক কারণ। শ্রীলঙ্কায় দেয়া এক ইন্টারভিউতে পরিষ্কার হলো, আসলে নিজ স্বার্থের কথা ভেবেই বাংলাদেশ ছেড়ে দেশে ফিরেছেন হাথুরুসিংহে। আর সেটি স্ত্রীর সাথে আলোচনা করেই।

অস্ট্রেলিয়ায় স্থায়ী আবাস হাথুরুসিংহের। বাংলাদেশের সফলতম কোচের স্ত্রী ও তিন সন্তান তার সাথে ঢাকায় থাকতেন না। শ্রীলঙ্কাতেও থাকবেন না। তবে সুবিধা ওখানে বেশি। আর হাথুরুসিংহের টার্গেট, ‘আমার মনে হয় তিন বছর পর এই কাজ আমি আর করবো না। পরিবারের কাছে ফিরে যাবো।'’ তবে এই তিন বছরে দেশের মাটিতে পড়তি ফর্মের লঙ্কান দলকে সব ম্যাচ জেতাতে চান এই ৪৯ বছর বয়সী কোচ।

অক্টোবরে শুরু বাংলাদেশের দণি আফ্রিকা সফরের মাঝপথে বিসিবিকে পদত্যাগপত্র দিয়েছিলেন হাথুরুসিংহে। এই খবর প্রকাশ পেয়েছে আরো পরে। যখন শ্রীলঙ্কার সাথে কথা প্রায় চূড়ান্ত তার। হাথুরুসিংহে শ্রীলঙ্কার মিডিয়ায় সাাৎকারে বলেছেন, স্ত্রীর সাথে পরামর্শ করেই তার এই সিদ্ধান্ত। তারা একমত হয়েছেন যে টাইমিংটা ঠিক আছে নতুন প্রস্তাব নেওয়ার এবং তিন বছরের কাজ শেষ করে পরিবারের কাছে ফিরে যাওয়ার। তাই বাংলাদেশের সাথে চুক্তির থোরাই কেয়ার করেছেন হাথুরুসিংহে।

‘নিজের দেশকে কোচিং করানোর সুযোগটাই বড় প্রেরণা ছিল, সেই সাথে টাইমিংটাও।’ এছাড়া বিসিবির কাছ থেকে পাওয়া সুযোগ সুবিধার চেয়ে শ্রীলঙ্কান বোর্ডের প্রস্তাবিত সুযোগ সুবিধা যে বেশি আকর্ষণীয় ছিল তারও আভাস মেলে এই কোচের কথায়। হাথুরুসিংহের ভাষায়, ‘আমি শুধু শ্রীলঙ্কা দলকে কোচিং করাতে চেয়েছি তাই শুধু না, পরিবার থেকেও বেশি দূরে থাকতে চাইনি। চুক্তির বাড়তি সময়টাতে ওরা তো আমার সাথে সফর করতো না। তাই, আরো দুই বছর বাংলাদেশের সাথে কাজ করার চেয়ে এখানে কাজ করাই আমার কাছে ভালো মনে হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়