জাকারিয়া হারুন : হযরত খাওলা বিনতে হাকিম আস সুলামিয়্যাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, যে লোক কোন ঘাঁটিতে নেমে এ দোয়া পড়ে,
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ : “আঊযু বিকালিমাতিল্ল্ াহিৎ তাম্মাতি মিন শার্রি মা- খলাক্”।
অর্থ : “আমি আল্লাহর পরিপূর্ণ কালাম দিয়ে তাঁর নিকট তাঁর সৃষ্টির খারাবী হতে আশ্রয় চাই।” সে ঐ ঘাঁটি হতে অন্য ঘাঁটিতে রওনা না হওয়া পর্যন্ত তাকে কোন কিছুই কোন ক্ষতি সাধন করতে পারবে না। (সহিহ বুখারি ৬৭৭১; ই.ফা. ৬৬৩১)
হযরত আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! গত রাতে একটি বিচ্ছু আমাকে দংশন করার কারণে আমি বড় কষ্ট পেয়েছি। তিনি বললেন, যদি তুমি সন্ধ্যায় এ দু‘আটি পড়তে, উচ্চারণ : “আঊযু বিকালিমাতিল্ল্ াহিৎ তাম্মাতি মিন শার্রি মা- খলাক্”। অর্থ : “আমি আল্লাহর পরিপূর্ণ কালাম দিয়ে তাঁর নিকট তাঁর সৃষ্টির খারাবী হতে আশ্রয় চাই।”
তাহলে সে তোমাকে ক্ষতি করতে পারত না। (সহিহ বুখারি : ৬৭৭৩; ই.ফা. ৬৬৩২)