শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১১:০৩ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট ছেড়ে দিচ্ছেন বিস্ময়বালক ধানাওয়াড়ে?

স্পোর্টস ডেস্ক: ভারতের বিস্ময়বালক প্রনব ধানাওয়াড়ের ১০০৯ রানের রেকর্ডের দুই বছর পূর্ণ হবে আগামী জানুয়ারিতে। মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় স্কুল ক্রিকেটে এই ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তবে ধানাওয়াড়ের খারাপ সময় শুরু হয় এরপরই। এতটাই প্রতিকূল অবস্থানে আছেন যে আপাতত ক্রিকেট থেকেই দূরে আছেন ১৭ বছরের এই বিস্ময় ব্যাটসম্যান।

২০১৬ সালের জানুয়ারি মাসে ধানাওয়াড়ে এই ইনিংসটি খেলে ভারতের স্কুল ক্রিকেটে ১১৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন। যে কোন পর্যায়ে প্রথম চার অঙ্ক ছাড়ানোর পাশাপাশি এটি একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসও বটে। এরপর তিনি এয়ার ইন্ডিয়া দলের হয়ে খেলার সুযোগ পান। প্রসিদ্ধ ক্লাব দাদার ইউনিয়নেও ডাক পান। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) তার জন্য মাসিক ১০ হাজার রূপি বৃত্তির ব্যবস্থা করে।

তারপর থেকেই ফর্ম খারাপ হতে শুরু করে প্রনবের। সে কারণে মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাননি। এয়ার ইন্ডিয়া দল থেকেও বাদ পড়েন। এমনকি দাদার ইউনিয়নও তাকে বলে দেয় নতুন ক্লাব খুঁজতে। অটোরিকশাচালক বাবার সন্তান প্রনব এমসিএ’র দেয়া বৃত্তিটি নিতে অস্বীকৃতি জানান। বেঙ্গালুরুর একটি ক্লাবে তিনি অনুশীলন করতে যান। তবে ব্যর্থ মনোরথ নিয়ে সেখান থেকে ফিরে আসেন। এমনকি এয়ার ইন্ডিয়া ও দাদার ইউনিয়ন তাকে নেটে অনুশীলন করার সুবিধা দিতে অপারগতা প্রকাশ করেছে। তাই, হতাশ হয়ে আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন প্রনব।

তবে তার কোচ মবিন শেখ হাল ছেড়ে দেননি। তাকে এই অবস্থা থেকে বের হতে সাহায্য করছেন মবিন, ‘আমরা ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। ও মনঃসংযোগ হারিয়ে ফেলেছে। ফর্ম নিয়ে অবিরাম সমালোচনা যার একটি কারণ। তবে আমি আশাবাদী প্রনব নিজেকে গুছিয়ে নেবে এবং আগামী বছর থেকে ভালো ক্রিকেট উপহার দেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়