শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১১:০৩ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট ছেড়ে দিচ্ছেন বিস্ময়বালক ধানাওয়াড়ে?

স্পোর্টস ডেস্ক: ভারতের বিস্ময়বালক প্রনব ধানাওয়াড়ের ১০০৯ রানের রেকর্ডের দুই বছর পূর্ণ হবে আগামী জানুয়ারিতে। মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় স্কুল ক্রিকেটে এই ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তবে ধানাওয়াড়ের খারাপ সময় শুরু হয় এরপরই। এতটাই প্রতিকূল অবস্থানে আছেন যে আপাতত ক্রিকেট থেকেই দূরে আছেন ১৭ বছরের এই বিস্ময় ব্যাটসম্যান।

২০১৬ সালের জানুয়ারি মাসে ধানাওয়াড়ে এই ইনিংসটি খেলে ভারতের স্কুল ক্রিকেটে ১১৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন। যে কোন পর্যায়ে প্রথম চার অঙ্ক ছাড়ানোর পাশাপাশি এটি একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসও বটে। এরপর তিনি এয়ার ইন্ডিয়া দলের হয়ে খেলার সুযোগ পান। প্রসিদ্ধ ক্লাব দাদার ইউনিয়নেও ডাক পান। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) তার জন্য মাসিক ১০ হাজার রূপি বৃত্তির ব্যবস্থা করে।

তারপর থেকেই ফর্ম খারাপ হতে শুরু করে প্রনবের। সে কারণে মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাননি। এয়ার ইন্ডিয়া দল থেকেও বাদ পড়েন। এমনকি দাদার ইউনিয়নও তাকে বলে দেয় নতুন ক্লাব খুঁজতে। অটোরিকশাচালক বাবার সন্তান প্রনব এমসিএ’র দেয়া বৃত্তিটি নিতে অস্বীকৃতি জানান। বেঙ্গালুরুর একটি ক্লাবে তিনি অনুশীলন করতে যান। তবে ব্যর্থ মনোরথ নিয়ে সেখান থেকে ফিরে আসেন। এমনকি এয়ার ইন্ডিয়া ও দাদার ইউনিয়ন তাকে নেটে অনুশীলন করার সুবিধা দিতে অপারগতা প্রকাশ করেছে। তাই, হতাশ হয়ে আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন প্রনব।

তবে তার কোচ মবিন শেখ হাল ছেড়ে দেননি। তাকে এই অবস্থা থেকে বের হতে সাহায্য করছেন মবিন, ‘আমরা ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। ও মনঃসংযোগ হারিয়ে ফেলেছে। ফর্ম নিয়ে অবিরাম সমালোচনা যার একটি কারণ। তবে আমি আশাবাদী প্রনব নিজেকে গুছিয়ে নেবে এবং আগামী বছর থেকে ভালো ক্রিকেট উপহার দেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়