স্পোর্টস ডেস্ক: ভারতের বিস্ময়বালক প্রনব ধানাওয়াড়ের ১০০৯ রানের রেকর্ডের দুই বছর পূর্ণ হবে আগামী জানুয়ারিতে। মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় স্কুল ক্রিকেটে এই ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তবে ধানাওয়াড়ের খারাপ সময় শুরু হয় এরপরই। এতটাই প্রতিকূল অবস্থানে আছেন যে আপাতত ক্রিকেট থেকেই দূরে আছেন ১৭ বছরের এই বিস্ময় ব্যাটসম্যান।
২০১৬ সালের জানুয়ারি মাসে ধানাওয়াড়ে এই ইনিংসটি খেলে ভারতের স্কুল ক্রিকেটে ১১৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন। যে কোন পর্যায়ে প্রথম চার অঙ্ক ছাড়ানোর পাশাপাশি এটি একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসও বটে। এরপর তিনি এয়ার ইন্ডিয়া দলের হয়ে খেলার সুযোগ পান। প্রসিদ্ধ ক্লাব দাদার ইউনিয়নেও ডাক পান। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) তার জন্য মাসিক ১০ হাজার রূপি বৃত্তির ব্যবস্থা করে।
তারপর থেকেই ফর্ম খারাপ হতে শুরু করে প্রনবের। সে কারণে মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাননি। এয়ার ইন্ডিয়া দল থেকেও বাদ পড়েন। এমনকি দাদার ইউনিয়নও তাকে বলে দেয় নতুন ক্লাব খুঁজতে। অটোরিকশাচালক বাবার সন্তান প্রনব এমসিএ’র দেয়া বৃত্তিটি নিতে অস্বীকৃতি জানান। বেঙ্গালুরুর একটি ক্লাবে তিনি অনুশীলন করতে যান। তবে ব্যর্থ মনোরথ নিয়ে সেখান থেকে ফিরে আসেন। এমনকি এয়ার ইন্ডিয়া ও দাদার ইউনিয়ন তাকে নেটে অনুশীলন করার সুবিধা দিতে অপারগতা প্রকাশ করেছে। তাই, হতাশ হয়ে আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন প্রনব।
তবে তার কোচ মবিন শেখ হাল ছেড়ে দেননি। তাকে এই অবস্থা থেকে বের হতে সাহায্য করছেন মবিন, ‘আমরা ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। ও মনঃসংযোগ হারিয়ে ফেলেছে। ফর্ম নিয়ে অবিরাম সমালোচনা যার একটি কারণ। তবে আমি আশাবাদী প্রনব নিজেকে গুছিয়ে নেবে এবং আগামী বছর থেকে ভালো ক্রিকেট উপহার দেবে।’