শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সম্মানটুকুও গেছে: ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, 'যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সম্মানটুকুও এবার গেছে।'  ইরানের সংবাদ সংস্থা 'তাসনিম'-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম)-কে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করার পর বিশ্বের প্রায় সব দেশ এর বিরোধিতা করেছে। এসব দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের ঘোষণাকে প্রত্যাখ্যান করে প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে গোটা বিশ্ব যুক্তরাষ্ট্রকে 'না' বলে দিয়েছে।

আলী আকবর বেলায়াতি আরও বলেন, মার্কিন সরকারের হুমকি সত্ত্বেও ওই প্রস্তাব পাস হয়েছে। মার্কিন হুমকির কারণে কেবল কয়েকটি ছোট ও অখ্যাত দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এর ফলে আমেরিকার অবশিষ্ট সম্মানটুকুও গেছে এবং এ ঘটনা আমেরিকার জন্য নতুন কলঙ্ক বয়ে নিয়ে এসেছে। আমেরিকা এর আগেও নানা অপকর্মের মাধ্যমে নিজের সম্মান-মর্যাদা নষ্ট করেছে বলে তিনি জানান।

গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মার্কিন সরকারের হুমকি উপেক্ষা করে জাতিসংঘের সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস ইস্যুতে একটি প্রস্তাব পাস হয়। এ প্রস্তাবের মাধ্যমে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করা হয়েছে। প্রস্তাবের পক্ষের দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল মার্কিন সরকার। সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়