শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সম্মানটুকুও গেছে: ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, 'যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সম্মানটুকুও এবার গেছে।'  ইরানের সংবাদ সংস্থা 'তাসনিম'-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম)-কে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করার পর বিশ্বের প্রায় সব দেশ এর বিরোধিতা করেছে। এসব দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্পের ঘোষণাকে প্রত্যাখ্যান করে প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে গোটা বিশ্ব যুক্তরাষ্ট্রকে 'না' বলে দিয়েছে।

আলী আকবর বেলায়াতি আরও বলেন, মার্কিন সরকারের হুমকি সত্ত্বেও ওই প্রস্তাব পাস হয়েছে। মার্কিন হুমকির কারণে কেবল কয়েকটি ছোট ও অখ্যাত দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এর ফলে আমেরিকার অবশিষ্ট সম্মানটুকুও গেছে এবং এ ঘটনা আমেরিকার জন্য নতুন কলঙ্ক বয়ে নিয়ে এসেছে। আমেরিকা এর আগেও নানা অপকর্মের মাধ্যমে নিজের সম্মান-মর্যাদা নষ্ট করেছে বলে তিনি জানান।

গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মার্কিন সরকারের হুমকি উপেক্ষা করে জাতিসংঘের সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস ইস্যুতে একটি প্রস্তাব পাস হয়। এ প্রস্তাবের মাধ্যমে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করা হয়েছে। প্রস্তাবের পক্ষের দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল মার্কিন সরকার। সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়