শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৯ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকাসক্তি দিন দিন বাড়ছে

ডা. তাজুল ইসলাম : আমাদের দেশে বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায়। যেমন: হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, মদ, ইয়াবা ইত্যাদি। এই মাদক দ্রব্য খাওয়ার বিভিন্ন কারণ আছে। প্রথম অবস্থায় আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। যে মাদক বেশি পাওয়া যায়, সেই মাদক বেশি খায় মানুষ। আর যে মাদক কম পাওয়া যায়, সে মাদক কম খায়। এছাড়া মাদক নেশার কিছু কারণ থাকে। কিছু খারাপ বন্ধু বা বখাটে বন্ধু থাকে, তাদের সাথে মিশে আনেক সময় মাদকে আসক্ত হয়ে যায়। এরপর পারিবারিকভাবে মানসিক অবস্থা খারাপ হওয়ায় অনেক মানুষ নেশা করে থাকেন। এছাড়াও অনেক কারণে মাদক দ্রব্যের প্রতি আসক্তি হয়।

আমাদের মাদক মুক্ত দেশ গড়তে হলে প্রথমে যা করতে হবে, দেশে কোনো মাদক যেন আমদানি না করা হয়, তার ব্যবস্থা করতে হবে। বিড়ি, সিগারেট যেন বিক্রি করা না হয়। এ মাদক দ্রব্য দেশের বাইরে থেকে আমদানি করা হয়। এখন এ মাদক দ্রব্য আমদানি করা না হয় এবং বর্ডারে যে বিজিপি পাহারা দেন, তারা যদি সীমান্ত দিয়ে কোনো মাদক ঢুকতে না দেন, তাহলে আমাদের দেশে কোনো মাদক আসতে পারবে না। আর এ মাদক ব্যবসার সাথে জড়িত আছেন আমাদের দেশের রাজনীতিবিদরা। এ মাদক দ্রব্য আমাদের দেশে কোনোভাবে যেন আমদানি হতে না পারে, এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে। দেশে যদি মাদকদ্রব্য আমদানি করা বন্ধ হয়ে যায়, তাহলেই মাদক সেবন বন্ধ না হলেও অনেক কমে যাবে।

পরিচিতি : লেখক ও চিকিৎসক
মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়