শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৯ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকাসক্তি দিন দিন বাড়ছে

ডা. তাজুল ইসলাম : আমাদের দেশে বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায়। যেমন: হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, মদ, ইয়াবা ইত্যাদি। এই মাদক দ্রব্য খাওয়ার বিভিন্ন কারণ আছে। প্রথম অবস্থায় আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। যে মাদক বেশি পাওয়া যায়, সেই মাদক বেশি খায় মানুষ। আর যে মাদক কম পাওয়া যায়, সে মাদক কম খায়। এছাড়া মাদক নেশার কিছু কারণ থাকে। কিছু খারাপ বন্ধু বা বখাটে বন্ধু থাকে, তাদের সাথে মিশে আনেক সময় মাদকে আসক্ত হয়ে যায়। এরপর পারিবারিকভাবে মানসিক অবস্থা খারাপ হওয়ায় অনেক মানুষ নেশা করে থাকেন। এছাড়াও অনেক কারণে মাদক দ্রব্যের প্রতি আসক্তি হয়।

আমাদের মাদক মুক্ত দেশ গড়তে হলে প্রথমে যা করতে হবে, দেশে কোনো মাদক যেন আমদানি না করা হয়, তার ব্যবস্থা করতে হবে। বিড়ি, সিগারেট যেন বিক্রি করা না হয়। এ মাদক দ্রব্য দেশের বাইরে থেকে আমদানি করা হয়। এখন এ মাদক দ্রব্য আমদানি করা না হয় এবং বর্ডারে যে বিজিপি পাহারা দেন, তারা যদি সীমান্ত দিয়ে কোনো মাদক ঢুকতে না দেন, তাহলে আমাদের দেশে কোনো মাদক আসতে পারবে না। আর এ মাদক ব্যবসার সাথে জড়িত আছেন আমাদের দেশের রাজনীতিবিদরা। এ মাদক দ্রব্য আমাদের দেশে কোনোভাবে যেন আমদানি হতে না পারে, এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে। দেশে যদি মাদকদ্রব্য আমদানি করা বন্ধ হয়ে যায়, তাহলেই মাদক সেবন বন্ধ না হলেও অনেক কমে যাবে।

পরিচিতি : লেখক ও চিকিৎসক
মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়