শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৬ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যালটে নিজেদের ভাগ্য নির্ধারণ হচ্ছে কাতালোনিয়ার

মরিয়ম চম্পা : ভোটের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে কাতালোনিয়া। কাতালোনিয়ার জনগন এই নির্বাচনকে তাদের বাঁচা মরার লড়াই হিসেবে খুব গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে, যেটাকে স্পেনের দৃষ্টিতে একটি বিতর্কিত নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। স্পেনের এই নির্বাচন কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত রাষ্ট্রের স্বাধীনতাকামীদেরকে কিছুটা কোনঠাসা করতে আয়োজন করা হলেও কাতালোনবাসীর ধারণা এ নির্বাচনে তাদের বিজয় অবধারিত। স্বাধীন কাতালানের সমর্থনকারীদের মতে, ইতোমধ্যে তারা বিজয়ের আভাস পেয়েছে, বিজয় তাদের দ্বারপ্রান্তে।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় রাত ৮ টায়। প্রথম চার ঘণ্টায় প্রায় এক তৃতীয়াংশ ভোটাররা ভোট দেওয়ার খবর পাওয়া যায়। নির্বাচনের ফলাফল এবং প্রতিক্রিয়া স্থানীয় সময় ৫:৩০-এ বিবিসি নিউজের ওয়েবসাইটে সরসরি সম্প্রচার করা হয়। এছাড়া রাত ৯ টায় চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নির্বাচনী বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, দুপুর ১টায় ৩৪.৭ শতাংশ ভোট পড়েছে। যা, ২০১৫ সালের নির্বাচনের চেয়ে কম। যদিও সাম্প্রতিক সপ্তাহে রেকর্ড সংখ্যক ভোট কাস্ট হওয়ার পূর্ভাবাস দেওয়া হয়েছে।
বিবিসির এক সংবাদদাতা জানায়, কাতালোনিয়া এবং স্পেনের এই প্রত্যাশিত নির্বাচনের মধ্যে দিয়ে দুই দেশের রাজনৈতিক সংকটের অবসান ঘটবে। স্প্যানিস দৈনিক এল পেসো’র শীর্ষ এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ মিলিয়ন সুইং ভোটারের ভোটের ওপর নির্ভর করছে বিজয়ীদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ। ওয়াশিংটন পোস্ট, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়