শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৬ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যালটে নিজেদের ভাগ্য নির্ধারণ হচ্ছে কাতালোনিয়ার

মরিয়ম চম্পা : ভোটের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে কাতালোনিয়া। কাতালোনিয়ার জনগন এই নির্বাচনকে তাদের বাঁচা মরার লড়াই হিসেবে খুব গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে, যেটাকে স্পেনের দৃষ্টিতে একটি বিতর্কিত নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। স্পেনের এই নির্বাচন কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত রাষ্ট্রের স্বাধীনতাকামীদেরকে কিছুটা কোনঠাসা করতে আয়োজন করা হলেও কাতালোনবাসীর ধারণা এ নির্বাচনে তাদের বিজয় অবধারিত। স্বাধীন কাতালানের সমর্থনকারীদের মতে, ইতোমধ্যে তারা বিজয়ের আভাস পেয়েছে, বিজয় তাদের দ্বারপ্রান্তে।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় রাত ৮ টায়। প্রথম চার ঘণ্টায় প্রায় এক তৃতীয়াংশ ভোটাররা ভোট দেওয়ার খবর পাওয়া যায়। নির্বাচনের ফলাফল এবং প্রতিক্রিয়া স্থানীয় সময় ৫:৩০-এ বিবিসি নিউজের ওয়েবসাইটে সরসরি সম্প্রচার করা হয়। এছাড়া রাত ৯ টায় চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নির্বাচনী বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, দুপুর ১টায় ৩৪.৭ শতাংশ ভোট পড়েছে। যা, ২০১৫ সালের নির্বাচনের চেয়ে কম। যদিও সাম্প্রতিক সপ্তাহে রেকর্ড সংখ্যক ভোট কাস্ট হওয়ার পূর্ভাবাস দেওয়া হয়েছে।
বিবিসির এক সংবাদদাতা জানায়, কাতালোনিয়া এবং স্পেনের এই প্রত্যাশিত নির্বাচনের মধ্যে দিয়ে দুই দেশের রাজনৈতিক সংকটের অবসান ঘটবে। স্প্যানিস দৈনিক এল পেসো’র শীর্ষ এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ মিলিয়ন সুইং ভোটারের ভোটের ওপর নির্ভর করছে বিজয়ীদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ। ওয়াশিংটন পোস্ট, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়