শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৬ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যালটে নিজেদের ভাগ্য নির্ধারণ হচ্ছে কাতালোনিয়ার

মরিয়ম চম্পা : ভোটের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে কাতালোনিয়া। কাতালোনিয়ার জনগন এই নির্বাচনকে তাদের বাঁচা মরার লড়াই হিসেবে খুব গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে, যেটাকে স্পেনের দৃষ্টিতে একটি বিতর্কিত নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। স্পেনের এই নির্বাচন কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত রাষ্ট্রের স্বাধীনতাকামীদেরকে কিছুটা কোনঠাসা করতে আয়োজন করা হলেও কাতালোনবাসীর ধারণা এ নির্বাচনে তাদের বিজয় অবধারিত। স্বাধীন কাতালানের সমর্থনকারীদের মতে, ইতোমধ্যে তারা বিজয়ের আভাস পেয়েছে, বিজয় তাদের দ্বারপ্রান্তে।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় রাত ৮ টায়। প্রথম চার ঘণ্টায় প্রায় এক তৃতীয়াংশ ভোটাররা ভোট দেওয়ার খবর পাওয়া যায়। নির্বাচনের ফলাফল এবং প্রতিক্রিয়া স্থানীয় সময় ৫:৩০-এ বিবিসি নিউজের ওয়েবসাইটে সরসরি সম্প্রচার করা হয়। এছাড়া রাত ৯ টায় চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নির্বাচনী বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, দুপুর ১টায় ৩৪.৭ শতাংশ ভোট পড়েছে। যা, ২০১৫ সালের নির্বাচনের চেয়ে কম। যদিও সাম্প্রতিক সপ্তাহে রেকর্ড সংখ্যক ভোট কাস্ট হওয়ার পূর্ভাবাস দেওয়া হয়েছে।
বিবিসির এক সংবাদদাতা জানায়, কাতালোনিয়া এবং স্পেনের এই প্রত্যাশিত নির্বাচনের মধ্যে দিয়ে দুই দেশের রাজনৈতিক সংকটের অবসান ঘটবে। স্প্যানিস দৈনিক এল পেসো’র শীর্ষ এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ মিলিয়ন সুইং ভোটারের ভোটের ওপর নির্ভর করছে বিজয়ীদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ। ওয়াশিংটন পোস্ট, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়