শিরোনাম
◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৭, ০১:৪২ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৭, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের পার্লামেন্টে মুগাবেকে অভিশংসনের প্রক্রিয়া শুরু

লিহান লিমা: ৩৭ বছর ধরে দেশকে নেতৃত্ব দেয়া প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে অভিশংনের প্রক্রিয়া শুরু করল জিম্বাবুয়ের পার্লামেন্ট। এর আগে মুগাবেকে পদত্যাগের আহ্বান জানান দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাগাওয়া।

মঙ্গলবার পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুবেন্দা ‘হাউস অব অ্যাসেম্বলি ’এবং ‘সিনেট’কে মুগাবের অভিশংসন প্রক্রিয়া নিয়ে যৌথ অধিবেশনের অনুমতি দেন। মুবেন্দা বলেন, ‘এটি জিম্বাবুয়ের স্বাধীনতার পর একটি অভূতপূর্ব সিদ্ধান্ত।’

পার্লামেন্টের এমন সিদ্ধান্তের পর বাহিরে অপেক্ষারত হাজার হাজার নাগরিক উল্লাস করে ও ‘মুগাবে সরে যাও’ পোস্টার নিয়ে বিক্ষোভ করে।
এর আগে দেশের বাহিরে অবস্থান করা অজানা স্থান থেকে দেয়া এক বিবৃতিতে নানাগাওয়া বলেন, ‘মুগাবে সব সময় বলতেন যদি জনগণ তাকে না চায় তিনি সরে দাঁড়াবেন। এখন তার অবশ্যই জনগণের ইচ্ছেকে সম্মান জানিয়ে পদত্যাগ করা উচিত।’ এছাড়া মানাগাওয়া পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যতিত জিম্বাবুয়ে ফেরত আসতে অস্বীকৃতি জানান। এর আগে সোমবার মুগাবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তাকে দেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে জিম্বাবুয়ের সেনা বাহিনী দেশটির নিয়ন্ত্রণ গ্রহণের পর হাজার হাজার জনতা রাস্তায় নেমে মুগাবের পদত্যাগের দাবি জানায়। তার বিরুদ্ধে স্ত্রীকে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। নিজ দল জানু-পিএফ পার্টি মুগাবেকে দলের নেতৃত্ব থেকে বহিষ্কার করে। দলের নেতা হিসেবে নানাগাওয়ার নাম ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়