শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৭:১৩ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে বন্যার ক্ষতি না কাটতেই নতুন আঘাত, আমন ক্ষেতে পোকার আক্রমণ

হামিম আহসান: মাঠের পর মাঠ সোনালী ধান। যেখানে দিনাজপুর অঞ্চলের কৃষকদের খুশি থাকার কথা সেখানা তারা এখন বেশি শঙ্কায় আছে। ভয়াবহ বন্যার আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই দেখা দিয়েছে নতুন ভয়- আমন ক্ষেতে পোকার আক্রমণ। ব্যাকটেরিয়াজনিত রোগ কৃষকের হাসি মলিন করে দিয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, পোকার আক্রমণ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

দিনাজপুরের সদর উপজেলায় আমনের ব্যাপক আবাদ হলেও ধান ক্ষেতে রোগ দেখা দেওয়ায় কৃষকরা এখন দুঃশ্চিন্তাগ্রস্ত। কারেন্ট পোকা, মাজরা পোকা আর ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ধানের শীষ বের হওয়ার আগেই পাতা ঝলসে যাচ্ছে।

সদর উপজেলার ১০টি ইউনিয়নে কমবেশি পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকেরা বিভিন্ন কীটনাশক প্রয়াগ করেও পোকার আক্রমণ প্রতিরোধ করতে পারছে না। এ অবস্থায় কী ধরণের ওষুধ প্রয়োগ করতে হবে তা বুঝতে পারছে না কৃষকেরা।

কৃষকেরা বলছেন, জমিতে ওষুধ প্রয়োগ করার পরেও কোন কাজ হচ্ছে না। কেবল অর্থের লোকসান হচ্ছে। পোকা দমনের কোন ব্যবস্থা থাকলে সে সম্পর্কে অবগত করার দাবি কৃষকদের।

তবে কৃষকদের ধানক্ষেতে রোগ দমনে ভিডিও চিত্র, আলোক ফাঁদ এবং বিভিন্ন কীটনাশক প্রয়োগের পরামর্শ দেয়ার কথা জানিয়েছেন সদর দিনাজপুর উপজেলা কৃষি কর্মকতা সিরাজুল ইসলাম। তিনি বলেন, ধান ক্ষেতে বিলি কেটে কেটে কীটনাশক প্রয়োগের পরামর্শ আমরা দিচ্ছি।'

দিনাজপুর জেলায় এবার আমন আবাদ হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৭শ’ ১০ হেক্টর জমিতে। বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ২৫ হাজার ৭শ’ হেক্টর জমি।

সূত্র: সময় টিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়