শিরোনাম
◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে ◈ গণতান্ত্রিক অধিকার রক্ষায় জুলাই স্মারক স্বাক্ষরিত হচ্ছে : মির্জা আব্বাস ◈ ‘জুলাই সনদ’ স্বাক্ষরে প্রধান উপদেষ্টা ইউনূস: বাংলাদেশের ঐক্য সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪২ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, নবজাতকসহ ২ মরদেহ উদ্ধার

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় ২৪ ঘন্টায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কারো কোনো নাম পরিচয় সনাক্ত হয়নি।

[৩] জানাগেছে, রবিবার (২৫ ফেব্রয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাদানি নগর মাদ্রাসার সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফউদ্দিন বলেন, মৃত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলো। সে সড়কে চলাফেরা করে থাকতো।

[৪] ধারণা করছি রাতে মহাসড়কে উঠার পর চলন্ত কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। তার মাথায় আঘাত রয়েছে। অপরদিকে শনিবার দিবাগত রাতে ফতুল্লার কোতালেরবাগ হকবাজার এলাকায় রেলে কাটা পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।

[৫] নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাষ্টার খাজা সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

[৬] অন্যদিকে, মাসদাইর পাকাপুল শোভন গার্মেন্টস এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

[৭] ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, অজ্ঞাত নবজাতকের মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তিনটি মরদেহের ঘটনায় পৃথক পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়