মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জে: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মাইনউদ্দিন (৩৬) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
[৩] রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইনউদ্দিন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মনিরুল ইসলামের ছেলে।
[৪] পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চট্টগ্রামগামী লেনে একটি মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো ল ৩০-২৪২৯) ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন মাইনউদ্দিন। এসময় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে দ্রুতগতিতে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
[৫] কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
[৬] এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস